ভর্তি তথ্য

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (ওইঅ)-এর আগামী ৪জুন ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ (ইইঅ) ভর্তি পরীক্ষা চলমান করোনা মহামারী এবং লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে।

পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা শীঘ্রই জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল (বুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের কারণে আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে।

আজ রবিবার (২৩ মে) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া।

তিনি বলেন, আমাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা পূর্বের সময়সূচি দেখে ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) নির্ধারণ করবেন।

তিনি আরও বলেন, করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয় মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply