জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন

আজ ১৪ই নভেম্বর বিকাল ৪ টা থেকে শুরু হয়েছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন। চলবে ৩০/১১/২০২১ইং তারিখ রাত ১২টা পর্যন্ত। ভর্তির আবেদন যোগ্যতাঃ বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৬/২০১৭/২০১৮ সালে এসএসসি এবং ২০১৮/২০১৯/২০২০ সালে এইচএসসি পাস করতে হবে। সকল শাখার জন্য নূন্যতম জিপিএ (এসএসসি ২.০০ + এইচএসসি ২.০০) The online preliminary application for admission to the degree 1st year of 2020-2021 academic year has started from 4 pm today, 14th November. Will continue till 12 noon on 30/11/2021. Eligibility for Admission: Must pass SSC in 2016/2017/2018 and HSC in 2018/2019/2020 from any Board of Education recognized in Bangladesh. Minimum GPA for all branches (SSC 2.00 + HSC 2.00)

যেকোনো কম্পিউটার দোকান থেকে কিংবা বাসায় বসে কম্পিউটার বা ল্যাপটপ ডিভাইস দিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।(ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা অনুসরণ করবেন)

অনলাইনে প্রাথমিক আবেদন করার জন্য সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি পাসের তথ্য, একটি সচল মোবাইল নং অবশ্যই লাগবে।

আবেদনকারীকে কলেজ নোটিশ অনুযায়ী আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন

কলেজ ও কোর্স নির্বাচনের আগে জেনে রাখুনঃ
প্রাথমিক আবেদনে ১টি মাত্র কলেজ নির্বাচন করতে পারবেন। একটি কলেজের eligible কোর্সগুলোর মধ্যে একাধিক কোর্স সিলেক্টকরেও পছন্দক্রম সাজিয়ে সাবমিট করতে পারবেন। মেরিট লিস্টে চান্স হওয়ার পর ভর্তির সময় কোর্স হতে পছন্দদের সাবজেক্ট চয়েস দিতে পারবেন।

যাদের এসএসসি ও এইচএসসি মিলে টোটাল জিপিএ ৭ এর উপরে তারা বিভাগীয় শতবর্ষী সরকারি কলেজে আবেদন করতে পারেন।
যাদের পয়েন্ট ৭ এর নিচে তারা উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কলেজে আবেদন করবেন।
যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করবেন তাদের জন্য মোট সিটের ২০% বরাদ্দ থাকবে! সুতরাং, সিট সংখ্যা, আপনার জিপিএ মাথায় রেখে কলেজে আবেদন করবেন।

ইতিমধ্যে যারা অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদনের জন্য অপেক্ষা করছেন, তারা চাইলে ২য় রিলিজ স্লিপ ও ডিগ্রি দুটোতেই একইসাথে আবেদন করতে পারবেন। কিন্তু মেরিট লিস্টে চান্স হওয়ার পর যেকোনো একটিতে এডমিশন নিতে হবে।

ডিগ্রি পাস(নিয়মিত) শ্রেণির কোর্সসমূহঃ
BA- Bachelor of Arts
BSc- Bachelor of Science
BBS- Bachelor of Business Study
BSS- Sciencelor of Social Science

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://app8.nu.edu.bd/nu-web/application/degpApplicationForm
ভর্তি নির্দেশিকার পিডিএফ ফাইলঃ
http://app1.nu.edu.bd/notice/ADM_GUIDE_DEGP.pdf

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply