জাতীয় বিশ্ববিদ্যালয়

ধনবান সমাজ নয়, মানবিক ও দেশপ্রেমিক সমাজই আমাদের আকাঙ্ক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘ধনবান সমাজ নয়, মানবিক ও দেশপ্রেমিক সমাজই আমাদের আকাঙ্ক্ষা। এটিই মুক্তিযুদ্ধের মূল চেতনা।’

ড. মশিউর রহমান বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে আমাদের দেশে আত্মমর্যাদার ভিত্তি তৈরি হয়েছে। আমাদের সামনের যে সময়- সেটাকে কাজে লাগাতে হবে। একদিকে আমরা যেমন পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমারের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়নি, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের মতো বা ধনবান রাষ্ট্রের মতো হওয়াও আমাদের আকাঙ্ক্ষা নয়। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে মানবিক, বুদ্ধিবৃত্তিক সমাজ গড়া। আমরা আমাদের গোটা দেশটাকে মূলত একটা বিজ্ঞানমনস্ক, দেশপ্রেমিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই। কারণ ধনবান সমাজের চাইতে মুক্তিযুদ্ধের লক্ষ্য হচ্ছে মানবিক সমাজ প্রতিষ্ঠা।’

ধনবান সমাজ নয়, মানবিক ও দেশপ্রেমিক সমাজই আমাদের আকাঙ্ক্ষা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ বলেন, ‘এই উৎসবের মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মকে সৃজনশীল ও মানবিক করা সম্ভব হবে। আমি আশা করছি অত্যন্ত শান্তিপূর্ণভাবেই এই উৎসব অনুষ্ঠিত হবে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
শুক্রবার রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল তার্কিশ হোপ স্কুলে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২১’এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরীর সভাপতিত্বে আবৃত্তিশিল্পী শিমুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী রাকায়াতসহ দেশের বিশিষ্ট শিল্পীরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply