NU Notice Boardজাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ সাংস্কৃতিক প্রতিযােগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলােতে মুজিববর্ষ আন্ত:কলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতা-২০২১ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ডিসেম্বর) রাজধানীর সরকারি সংগীত কলেজে সাংস্কৃতিক প্রতিযােগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

আর গতকাল (১১ডিসেম্বর) সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্রীড়া প্রতিযােগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই প্রতিযােগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান।

সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলাের শিক্ষার্থীরা এই প্রতিযােগিতায় অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা চূড়ান্ত পর্বের প্রতিযােগিতায় অংশ নেয়। দেশের ৮টি বিভাগে এই প্রতিযােগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযােগিতার চূড়ান্ত পর্বে ৯টি ইভেন্টে মােট প্রতিযোগী ছিল ৭২ জন, অংশ নেয় ৬৮ জন শিক্ষার্থী। প্রতিটি ইভেন্টে ৩ জন করে ২৭ জনকে বিজয়ী হিসেবে ঘােষণা করা হয়।

রবীন্দ্র সংগীতে ১ম স্থান অধিকার করেন সরকারি সংগীত কলেজের প্রমিলা রায়, ২য় স্থান অধিকার করেন রাজশাহী কলেজের রেহানা সুলতানা, ৩য় স্থান অর্জন করেন গাইবান্ধা কলেজের ফারহানা আক্তার।

নজরুল সংগীতে ১ম স্থান অধিকার করেন সিলেট সরকারি মহিলা কলেজের জুঁই তালুকদার, ২য় স্থান অধিকার করেন সরকারি সংগীত কলেজের নাসরিন আক্তার নিপা, ৩য় স্থান অধিকার করেন বরিশালের মুলাদী সরকারি কলেজের উদয় দাস।

দেশাত্মবােধক গানে ১ম স্থান অধিকার করেন সরকারি সংগীত কলেজের আশা খন্দকার, ২য় স্থান অধিকার করেন খুলনার ডা. আ. রাজ্জাক কলেজের চন্দন কুমার দাস, ৩য় স্থান অধিকার করেন রাজশাহী কলেজের নােশিন গওহার পুষ্পা।

লােকগীতিতে ১ম স্থান অধিকার করেন সরকারি ব্রজলাল কলেজের গণেশ চন্দ্র মণ্ডল, ২য় স্থান অধিকার করেন চট্টগ্রাম কলেজের রিয়া সেন গুপ্তা, ৩য় স্থান অধিকার করেন সরকারি সংগীত কলেজের শ্রী কৃষ্ণ গােপাল।

নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অধিকার করেন চট্টগ্রাম কলেজের তত্বী দাশ, ২য় স্থান অর্জন করেন রাজশাহী কলেজের সুমাইয়া আনােয়ার পূর্ণা, ৩য় স্থান অধিকার করেন সরকারি ব্রজলাল কলেজের ইয়ামিন আরাফাত লিমন।

অভিনয়ে ১ম স্থান অধিকার করেন সরকারি সংগীত কলেজের হাবিব রহমান তুষার, ২য় স্থান অধিকার করেন চাঁদপুর সরকারি কলেজের আফসানা আক্তার তন্বী, ৩য় স্থান অর্জন করেন বরিশাল সরকারি মহিলা কলেজের সােনিয়া আক্তার।

নৃত্যে ১ম স্থান অধিকার করেন নওগাঁ সরকারি কলেজের শ্রী নিশির চন্দ্র মহস্ত, ২য় স্থান অধিকার করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাে. রফিকুল ইসলাম, ৩য় স্থান অধিকার করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের পৃথা পারমিতা রায়।

বাংলা কবিতা আবৃত্তিতে ১ম স্থান অধিকার করেন খুলনা সরকারি মহিলা কলেজের অতসীলতা তম্বী, ২য় স্থান অধিকার করেন চট্টগ্রাম কলেজের কারিশমা কবীর ঐশী, ৩য় স্থান অধিকার করেন গাজীপুরের টংগী সরকারি কলেজের নােমান সালেহ।

ছােট গল্পে ১ম.স্থান অধিকার করেন সিলেটের গােয়াইনঘাট সরকারি কলেজের শামসুল ইসলাম, ২য় স্থান অধিকার করেছেন ঢাকা উইমেন.কলেজের শ্রাবণী আক্তার রিমি, ৩য় স্থান অধিকার করেছেন গাইবান্ধা সরকারি কলেজের বিশ্বজিত কুমার।

সাংস্কৃতিক প্রতিযােগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মােল্লা মাহফুজ আল-হােসেন, পরিবহন দপ্তরের পরিচালক মেজবাহ উদ্দিন, জনসংযােগ দপ্তরের পরিচালক মাে. আতাউর রহমান, মানবসম্পদ উন্নয়ন ও.শুদ্ধাচার দ প্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, এস্টেট দপ্তরের পরিচালক হাসান আমীর, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক হােসনেয়ারা বেগম, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক এইচ এম তায়েহীদ জামাল, সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ প্রফেসর কৃষ্টি হেফাজসহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *