ভর্তি তথ্যরেজাল্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তির মেধাতালিকা ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাবিপ্রবির ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত https://admission.sust.edu.bd/rank-list ওয়েবসাইটে গিয়ে এ তালিকা দেখতে পারবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাক্রম অনুযায়ী র‍্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। এতে এসএসসি ও এইচএসসির ফলাফলের কোনো নম্বর যোগ হয়নি।
বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি।

তিনি বলেন, প্রাথমিক তালিকা থেকে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকার ভিত্তিতে আগামী ৪ জানুয়ারী থেকে শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য ডাকা হবে। এবার ভর্তিও ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নাম্বর যোগ করা হবে না।

এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। এতে মোট আবেদন পড়েছে ৩০ হাজার ২৩৭টি। ‘এ-১’ ইউনিটে আবেদন পড়েছে ১৪ হাজার ২৬৫টি, ‘এ-২’ ইউনিটে ৫৩৫টি এবং ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ১৫ হাজার ৪৩৬টি। শাবিপ্রবিতে মোট আসনসংখ্যা ১ হাজার ৮৭টি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply