রেজাল্ট

হিফজুল কুরআন পরীক্ষার ফলাফল ২০২৪ Hifzul Quran Exam Result

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কুরআন ও ইলমুত তাজবিদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক , সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ে পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক এর কাছে হস্তান্তর করেন। এরপর তিনি ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, হিফজুল কোরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হাজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে পাঁচ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী নয় হাজার ১২০ জন। এই দুই পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩ হাজার ৫৪ জন পরীক্ষার্থী। অর্থ্যাৎ ৫৪ শতাংশ পরীক্ষার্থী অংশ নেয়নি।

ফলাফল ঘোষণাকালে অধ্যাপক বলেন, কওমি মাদ্রাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।

হিফজুল কোরআনের ৭৪টি গ্রুপে (প্রতি গ্রুপে তিনজন করে) ও ‘ইলমুত তাজবিদ ওয়াল কেরাত বিভাগে তিনটি গ্রুপে (প্রতি গ্রুপে তিনজন করে) পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছে অনেকেই।

কওমী মাদ্রাসা হিফজুল কুরআন ৪৭ পরীক্ষার ফলাফল ২০২৩ এসএমএসের মাধ্যমে পেতে নিচের কোডটি টাইপ করুন এবং 9933 নম্বরে পাঠান

BEFAQ <SPACE> FIRST ENGLISH LETTER OF CLASS <SPACE> ROLL NUMBER <SPACE> AND SEND TO 9933

For Example: BEFAQ F 123456 and send it to 9933

T = Takmeel, F= Fazilat, S= Sanabia Ulaiya, M= Mutawassitah, E= Ebtadaiyah, H= Hifzul Quran. Q= Qirat

ফলাফল মেসেজের পাশাপাশি https://www.wifaqresult.com/ এই ওয়েবসাইটে দেখা যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply