জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের গভীর মনােযোগী হয়ে নিয়মিত অধ্যয়ন করতে হবে: উপাচার্য

শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামােগত উন্নয়নের তুলনায় জ্ঞানের আলাে ছড়ানাে বেশি জরুরি বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান। একারণে শিক্ষার্থীদের গভীর মনােযোগী হয়ে নিয়মিত অধ্যয়ন করতে হবে বলে মনে করেন তিনি। গত রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর দনিয়া কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, ‘যেকোনাে প্রতিষ্ঠানের অবকাঠামােগত উন্নয়ন অপরিহার্য। তবে মনে রাখতে হবে, অবকাঠামােগত উন্নয়নের সৌন্দর্য ও স্থায়িত্ব এক পর্যায়ে মলিন হয়ে আসে। কিন্তু শিক্ষার্থীদের যদি জ্ঞানের আলােয় গড়ে তােলা সম্ভব হয়, তবে তা অবকাঠামােগত উন্নয়নের তুলনায় বহুগুন বেশি প্রভাব বিস্তারকারী ভূমিকা পালন করে। একারণে শিক্ষার্থীদের গভীর মনােযোগী হয়ে নিয়মিত অধ্যয়ন করতে হবে। এর মধ্যদিয়েই মুক্তিযােদ্ধা, বঙ্গবন্ধু ও বাংলাদেশের মান সমুন্নত রাখা যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, “স্বাধীনতা ও বঙ্গবন্ধু এই দুটি শব্দ অবিচ্ছেদ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতা প্রতিষ্ঠায় যে আপােষহীন সংগ্রাম ও লড়াই করেছেন, সেটি শুধু স্বাধীনতা সংগ্রামে বিজয়ী নয়, বরং বাঙালির মধ্যে বীরত্বগাথার এক আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছেন। আমাদের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সেই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বনাগরিক হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। আর বিশ্বনাগরিক হতে হলে শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তা, বিজ্ঞানসম্মত ভাবনা, বিজ্ঞান চর্চা এবং একইসঙ্গে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় অভ্যন্ত হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের সৌভাগ্য যে আমাদের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর ন্যন্ত। তিনি সর্বদা শিক্ষাপ্রতিষ্ঠানের মঙ্গলের কথা, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তােলা এবং বিশ্ব দরবারে একটি মানবিক বাংলাদেশ হিসেবে আত্মমর্যাদা লাভ করার লক্ষ্য নিয়ে নিরুলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রয়ােজন প্রতিটি সময়কে অর্থবহ করে ব্যয় করা। তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে পারবাে।

কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মােজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভােকেট আমিরুল ইসলাম মিলন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ অধ্যক্ষ আলমগীর হােসেন।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply