জাতীয় বিশ্ববিদ্যালয়

‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দের ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ, না মানলে আইনি ব্যবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহের নামের সাথে “বিশ্ববিদ্যালয় কলেজ” শব্দের ব্যবহার থেকে বিরত থাকা এবং কেবলমাত্র কলেজ শব্দটি ব্যবহারের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৭(১৫২৫) জাতীযবিঃ/কপঃ/৫১২০১ তারিখ: ২৩.০৯.২০২১ স্মারকে জারিকৃত পত্রে জাতীয় বিশ্ববিদ্যলয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষারপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবাের্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় “বিশ্ববিদ্যালয় কলেজ” শব্দ ব্যবহার না করে কলেজের নামের সাথে কেবল মাত্র ‘কলেজ’ শব্দটি ব্যবহার করার জন্য বলা হয়।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বেশ কিছু কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহ এ আদেশ এখন পর্যন্ত প্রতিপালন করেনি।

আপনাদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে এ সংক্রান্ত একটি মনিটরিং টিম গঠন করা হবে। উক্ত টিমের রিপাের্টের পরিপ্রেক্ষিতে, যে সকল কলেজ এখন পর্যন্ত এ আদেশ প্রতিপালন কারেনি, সে সকল কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহে বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউট সমূহের নামের সাথে বিশ্ববিদ্যালয় কলেজ শব্দের ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ২৩ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যায়ের ওয়েবসাইটে এক নোটিশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে, আগামী ১৫(পনের) কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠনের সাইনবাের্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরােধ করা হয়েছে। অন্যথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বিভিন্ন অনার্স-মাস্টার্স স্তরের কলেজের সাইনবোর্ড ব্যানার এবং প্রচারপত্রে কলেজের মূল নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ সংযুক্ত করা হয়। অনেক আগে থেকেই বিষয়টির সমালোচনা করে আসছিলেন সংশ্লিষ্ট মহল।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply