জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

অন-ক্যাম্পাস এডভান্স এমবিএ প্রােগামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমান তালিকা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস Advanced MBA প্রােগামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ।

২০২১-২২ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস Advanced MBA প্রােগামে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৬(৭১০) জাতী:বি:/এম এ এস/২০১৪/১/২৪০৭, তারিখ : ২০/০১/২০২২ সংখ্যক স্মারকমূলে জারীকৃত ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুবৃত্তিত্রমে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আসন খালি থাকায় নিম্নবর্ণিত রােলনম্বরধারী ২ জন শিক্ষার্থী নিম্নরূপ সিডিউল ও নিয়ম অনুসরণ করে অন-ক্যাম্পাস Advanced MBA প্রােগ্রামে ভর্তি হতে পারবে।

এডভান্সড এম বি এ প্রােগ্রাম

গ্রুপ: বিজনেজ স্টাডিজ

বিষয়: ফিন্যান্স এন্ড ব্যাংকিং

রােল নম্বর: ১২০০২৪২ ও ১২০০০৪৭

Advanced MBA প্রােগামে ভর্তি কার্যক্রম এর সময়সূচিঃ ২৩/০২/২০২২ থেকে ০৩/০৩/২০২২

ভর্তির জন্য প্রয়ােজনীয় কাগজপত্র : ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি ফরম পূরণ করে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে।

এস এস সি, এইচ এস সি, স্নাতক (সম্মান), মাস্টার্স (প্রযােজ্য ক্ষেত্রে) এর সনদ, নম্বরপত্রের সত্যায়িত কপি। ভর্তির সময় স্ব স্ব গ্রুপ চেয়ারম্যানের দপ্তরে সনদপত্রের মূল কপি দেখাতে হবে। পাসপাের্ট সাইজের ২ কপি ছবি।সােনালী সেবার পে-স্লিপ। চাকুরীরতদের ক্ষেত্রে ভর্তির অনুমতি পত্র ও ছুটির অফিস আদেশ।

ফি জমা দেয়ার নিয়ম :

নির্বাচিত প্রার্থীদের Student Login Option- এ গিয়ে Download Pay Slip লিংক থেকে সােনালী সেবার Pay Slip Download করে Print করতে হবে। উক্ত Print Copy নির্ধারিত সময়ের মধ্যে নিকটন্থ সােনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply