জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ৪র্থ বর্ষের ভাইভা নিয়ে কিছু পরামর্শ

অনার্স ৪র্থ বর্ষের ভাইভা নিয়ে কিছু পরামর্শ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ করেছেন এবং সামনে ভাইভা আছে তারা পোস্টটি পড়ে নিবেনঃ

মৌখিক/ ভাইভা নিয়ে অনেকের নানা রকম চিন্তা আছে। টেনশন হবার মত কিছু নেই। কিছু প্রশ্নের উত্তর নিম্নে দেয়ার চেষ্টা করছি –

 

১) ভাইভা কোথায় হয়?

উত্তর : নিজ কলেজে।

২) ভাইভার জন্য কি আলাদা তারিখ হয়?

উত্তর : হুম কলেজ এবং ডিপার্টমেন্টভেদে ভাইভার দিনক্ষণ আলাদা হতে পারে।

৩) ভাইভা কবে থেকে হতে পারে এবং সব কলেজে কি একসাথে সেম টাইমে হয়?

উত্তর : সব রকম রিটেন এক্সাম শেষ হবার পর ভাইভা পরীক্ষা শুরু হয়। নরমালি পরীক্ষা শেষ হবার ১৫-৪০ দিনের মধ্যে শুরু হয়ে যায়। নিজ কলেজে খোজ রাখবেন।

সব কলেজে সেম টাইমে শুরু নাও হতে পারে। ভাইভা কবে নিবে সেটা কলেজ এবং ডিপার্টমেন্ট এর উপর নির্ভর করে।

৪) ভাইভার ড্রেস আপ কেমন হওয়া লাগবে?

উত্তর : পোলাইট & ডিসেন্ট হতে হবে। জাকজমক টাইপ বা হিরো টাইপ সেজে যাবেন না।

ছেলে – ফর্মাল শার্ট, টাই, ফর্মাল প্যান্ট & ফর্মাল সু ( বেল্ট এর কালারের সাথে সু এর কালার ম্যাচ করবেন) । ব্লেজার বাধ্যতামূলক না ( পড়তে নিষেধ করবো)

মেয়ে – শাড়ি বা কামিজ যাই পড়েন না কেন ডিসেন্ট ভাবে থাকার ট্রাই করবেন। কেউ আবার ফ্রক জিন্স পড়বেন না ( মেকআপ করার প্রয়োজন নেই) ।

 

৫) ভাইভা নিবে কারা?

উত্তর : আপনার ডিপার্টমেন্টের স্যার থাকবে + ২/১ জন External sir আসবে।

৬) ভাইভার জন্য কি কি পড়বো?

উত্তর : স্যাররা নিজেদের মত প্রশ্ন করার স্বাধীনতা পায়। নিজেকে সাবধান রাখাই শ্রেয়…

>> আপনি নিজের ফাইনাল বর্ষের ৯ টা সাবজেক্ট এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলো পড়ে নিবেন।

যদি প্রশ্ন করে কোন পরীক্ষা ভালো হয়েছে তাহলে স্পেসিফিকভাবে নাম বললে বাঁশ। এমনভাবে বলবেন যেন বুঝা যায় আপনি সব পরীক্ষা ভালোভাবে দিছেন। ২/৩ টা সাবজেক্ট বিশেষভাবে দেখেন যাবেন ( ম্যাথ + থিউরি মিক্সড করে)

>> নিজ কলেজ, ডিপার্টমেন্ট এর স্যার, নিজ গ্রাম, গ্রামের বিখ্যাত ব্যক্তি বা স্থান সম্পর্কে জিজ্ঞাস করতে পারে যদি External বিচক্ষণ হয়।

>> বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা সম্পর্কে জেনে রাখবেন। কারন অনেক স্যার রাজনীতি সাথে জড়িত বিধায় তারা এসব প্রশ্ন করে বসে।

>> রিসেন্ট কিছু ঘটনা সম্পর্কে জেনে যাবেন। আপনি দুনিয়া সম্পর্কে কতটুক আপগ্রেডেড তা যাচাই করতে পারে।

>> ভাইভার সময় প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন। কেউ আবার Bangla + English এর মায়রে বাপ করে দিয়েন না। তারা বাংলাতে কথা বললে আপনাকেও বাংলাতে বলতে হবে। আর স্যার বসতে না বলা পর্যন্ত বসবেন না।

>> চেয়ারে বসার পর হাত নিজের থাই ও রাখবেন, টেবিল এ না। স্যারের প্রশ্নের সকল জবাব তার চোখের দিকে তাকিয়ে দিবেন। যেন Eye contact থাকে। কোন প্রশ্ন একেবারে না পারলে সরি স্যার বলে জানিয়ে দিবেন. ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply