জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের করণীয়ঃ

ডিগ্রি ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের করণীয়ঃ উক্ত(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Honours) ওয়েবসাইটে লগইন করে Admission form পূরণ করবেন। এরপর এডমিশন ফর্মের প্রিন্ট কপিসহ,প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি কলেজ নোটিশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে জমা দিতে হবে। অবশ্যই স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন।

Admission Form পূরণে যা লাগবেঃ

নিজের মোবাইল নং,অভিভাবকের নাম,অভিভাবকের মোবাইল নং,অভিভাবকের বাৎসরিক আয়, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা।

এ তথ্যগুলো ঠিকঠাক ভাবে অনলাইনে পূরন করে সাবমিট করে ভর্তি ফরম A-4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে।  উক্ত প্রিন্টে ২টা কপি থাকবে। ১। স্টুডেন্ট কপি। ২। কলেজ কপি।

রিলিজ স্লিপে মাইগ্রেশানের সুযোগ নেই! যারা রিলিজ স্লিপে ১ম মেধা তালিকায় কোনো কলেজ পাননি, তারা ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে নতুন করে ৫টি কলেজে আবেদন করতে পারবেন। আগামী মার্চ মাসের ১ম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের আবেদনের সুযোগ দিবে।

 

Read more

২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে রেজিস্টেশন নম্বর যাচাই করে শীগ্রই নোটিশ দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

 

অনার্স ৩য় বর্ষ(২০১৭-১৮ সেশন) ফাইনাল পরীক্ষার এডমিট কার্ড কলেজে প্রেরণ করা হয়েছে।

স্ব স্ব কলেজে যোগাযোগ করে পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

 

The students who are placed in the merit list in the release slip of degree 1st-year admission: Login to that (http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Honours) website and fill in the admission form. After that, along with the print copy of the admission form, the required documents and admission fee have to be submitted by February 28 as per the college notice. Of course, follow the respective college notices.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply