জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা খবর

অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম 2024 NU Honours Admission Cancel process

অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম 2024 NU Honours Admission Cancel process। যদি কোন শিক্ষার্থী ভুল করে বা অন্য কোন কারণে দ্বৈত ভর্তি (ডবল ভর্তি) হয়ে থাকে তাহলে তাকে পূর্বের ভর্তি বাতিল করার দরকার হয়। আবার অনেকেই সেকেন্ড টাইমার আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে চান।অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করার সঠিক নিয়ম নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো।

ভর্তি বাতিল করার জন্য যেসব লাগবেঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফরমটি দরকার হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন কার্ড।

কলেজ ফরওয়ারডিং লেটার বা চিঠি।

একটা পিসি এবং ইন্টারনেট সংযোগ।

উল্লেখ্য, যাদের রেজিস্ট্রেশন এখন হয় নাই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে ভর্তি ফরমটা পেয়ে ছিলেন তারা সেটা দিবেন। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা রেজিস্ট্রেশন কার্ড দিবেন।

অনলাইনে আবেদন করার নিয়মঃ

স্টেপ ০১ঃ সবার প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের http://www.nu.ac.bd/  এই ওয়েবসাইট প্রবেশ করবেন। এরপর ন্যাভিগেশন মেনুর সবার ডান থেকে Services মেনু অপশন পাবেন, সেখান থেকে Student Login এ ক্লিক করতে হবে।

স্টেপ ০২ঃ সেখানে গেলেই একটি লগইন পেজ ওপেন হয়ে যাবে। এর ঠিক  নিচের দিকে Student Registration লেখা অপশন আছে ঠিক ঐখানে ক্লিক করুন।

অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম

স্টেপ ০৩ঃ এবার একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। সেখানে আপনার কোর্স, সেশন এবং রেজিস্ট্রেশন নম্বর গুলো আপনি সঠিক ভাবে দিবেন। (রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে যদি কাজ না হয় তাহলে Admission Roll ব্যবহার করতে হবে)

স্টেপ ০৪ঃ স্টেপ ০৩ কমপ্লিট করার পর একটি কনফার্মেশন পেজ আসবে। সেখানে আপনার দেয়া সব তথ্যগুলো সঠিক আছে কিনা দেখে নিবেন। যদি ভুল হয়ে যায় তাহলে Try Again এ ক্লিক করে নতুন ভাবে সব দিবেন। আর যদি সব ঠিক থাকে তাহলে Proceed এ ক্লিক করবেন।

অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম

স্টেপ ০৫ঃ এরপর আপনার বিস্তারিত সকল তথ্য গুলো দিতে হবে। উল্লেক্ষ্য, আপনার রেজিস্ট্রেশন নম্বরই হলো আপনার ইউজার নাম। আপনি এখন এই পেজে আসার পর আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ইমেইল নেম ইত্যাদি তথ্য প্রদান করবেন এবং Save বাটন এ ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শেষ করবেন। তারপর  Student Login এ আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড প্রদান করে আপনার একাউন্ট এ প্রবেশ করবেন।

Student Account খোলার পরের কাজঃ 

নমুনা ০১ঃ নিজের Student Account লগ ইন করে দেখবেন পেইজের বাম পাশে Academic Services  নামে একটি অপশন দেয়া আছে। সেটায় ক্লিক করতে হবে, সাথে দেখবেন একই নামে আরেকটি সাবসেকশন ওপেন হবে।

নমুনা ০২ঃ Academic Services সাবসেকশনে ক্লিক করার পর নিউ আরেকটি পেজ ওপেন হবে। সেখানে দেখতে পারবেন সবার উপরে Admission Cancel(AC) এর লিংক দেয়া আছে। এর পাশে খরচও দেয়া থাকবে। এখন Admission Cancel(AC) সেটায় ক্লিক করবেন।

নমুনা ০৩ঃ  Admission Cancel (AC) তে ক্লিক করার পর আবেদন পেজ চলে আসবে। সেখানে File Attachment এর ঘরে যা যা দিবেন তা নিচে দেয়া হল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফরমটি দরকার হবে। এখানে অনলাইনে ভর্তির যে আবেদন করেছিলেন তার স্টুডেণ্ট কপি লাগবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন কার্ড এর কপি দিতে হবে।

কলেজ ফরওয়ারডিং লেটার বা এপ্লিক্যাশন ( ভর্তি বাতিলের আবেদন করে কলেজে একটা এপ্লিক্যাশন দিবেন। সেই আবেদনপত্র যে গ্রান্টেড হয়েছে তার স্ক্যান করা কপি অবশ্যই সীল মোহর সহ যুক্ত করতে হবে)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল এর কলেজ ফরওয়ারডিং লেটার বা এপ্লিক্যাশনের চিত্র নিচে দেয়া হলঃ

নমুনা ০৪ঃ  ভর্তি বাতিলের কারন বা Reason এর ঘরে কি কারণে এডমিশন ক্যান্সেল করতে চান তার কারণ দর্শাতে হবে। এরপর প্রসিড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আবেদন হয়ে গেছে এমন একটা ম্যাসেজ দেখাবে এবং আপনাকে পুনরায় এটার ড্যাশবোর্ডে নিয়ে আসবে।

নমুনা ০৫ঃ  ড্যাশবোর্ডে আপনার আবেদনের সমস্ত ডিটেইলস দেখতে পাবেন। আবেদনের ডিটেইলস এর করামের ডান পাশে Action নামক অপশনের নিচে দেখতে পাাবেন পে-স্লিপ লেখা আছে। এখানে আপনার জন্য একটি ব্যাংক পে স্লিপ তৈরী হবে তা অবশ্যই প্রিন্ট করে নিবেন।

আবেদন শেষ করার পর যা করবেনঃ

ভর্তি বাতিলের জন্য অনলাইনে আবেদন ও ব্যাংকে টাকা জমা দেওয়া হয়ে গেলে আপাতত আর কোন কাজ নাই। শুধু ২/৩ ‍দিন পর থেকে অনলাইনে আবার আগের মত আপনার একাউন্টে লগ ইন করবেন আর দেখবেন যে আবেদনের Status পরিবর্তন হয়েছে নাকি হয়নি। ভর্তি যদি বাতিল হয়ে যায় তাহলে Approve লেখা থাকবে। যদি Approve লেখা থাকে তবে ভর্তি বাতিল হয়ে গেছে। এখন Approve এ ক্লিক করে পেপারটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। এরপর আপনার কলেজে গিয়ে পেপারটা জমা দিয়ে আপনার সব কাগজপত্র তুলে নিতে পারবেন।

ভর্তি বাতিলের আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্রহীত হলে নিম্নের চিত্রের মতো চিঠি কলেজ অধ্যক্ষ কে পাঠানো হবে।

ভর্তি বাতিলের আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্রহীত হলে নিম্নের চিত্রের মতো চিঠি কলেজ অধ্যক্ষ কে পাঠানো হবে।

The right rule to cancel honors admissions. If a student commits a mistake or due to some other reason, there is a need to cancel the previous admission. There are also many second-timers who want to cancel national university admissions. Today, we will discuss in detail the exact rules to cancel the admission of the national university online.

এডমিশন ক্যান্সেল /জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল প্রক্রিয়া

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

5 thoughts on “অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম 2024 NU Honours Admission Cancel process

  • সাকিল

    রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া কি বাতিল করা যাবেনা??

    Reply
  • হারুন

    কেউ একজন গত বছর ভতি বাতিল করে অনাস এ ভতি হয়েছে সে যদি চায় সে কি এখন ভতি বাতিল করে মাক সিট তুলতে পারবে ডিগ্রি ভতির জন্য

    Reply
    • চিঠি আসলে কি শেষ? নাকি এর পর আর কোন কিছু করতে হয়।?

      Reply
  • Sheikh shaharia

    আমি ভর্তি বাতিল করেছি যে ৬/৭ দিন হয়ে গেছে এখন ও status approving চলমান দেখাচ্ছে .approved হয় নাই ।কেন? জানাবেন দয়া করে

    Reply
    • Ami vorti cancel korechi kintu college theke taka chacche 3100 eta ki deya joruri?

      Reply

Leave a Reply