জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বাতিল করার জন্য দরখাস্ত ও নিয়ম পদ্ধতি NU Honours Admission Cancel process

অনার্স ভর্তি বাতিল করার জন্য দরখাস্ত ও নিয়ম : অনার্স ভর্তি বাতিল করার সঠিক নিয়ম বা করার পদ্ধতি NU Honours Admission Cancel process। যদি কোন শিক্ষার্থী ভুল করে বা অন্য কোন কারণে দ্বৈত ভর্তি (ডবল ভর্তি) হয়ে থাকে তাহলে তাকে পূর্বের ভর্তি বাতিল করার দরকার হয়। আবার অনেকেই সেকেন্ড টাইমার আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে চান।অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করার সঠিক নিয়ম নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো।

 

অনার্স ভর্তি বাতিলের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

অনার্স ভর্তি বাতিলের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

যেভাবে অনার্স ভর্তি বাতিল করবেন :

দুই ভাবে ভর্তি বাতিল করা যায় সাধারণত।

ক) কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে,

খ) অনলাইন ব্যবহারের মধ্যমে ভর্তি বাতিল।

কলেজে গিয়ে যেভাবে ভর্তি বাতিল করবেন:

এ প্রক্রিয়াটা অনেক সহজ। আপনি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পরেন সে কলেজে আপনার ডিপার্টমেন্ট এর অফিসে গিয়ে বিস্তারিত বললে অনারা আপনার ভর্তি বাতিলের ব্যাবস্থা নিবে।

এর জন্য আপনাকে পিছনের সব বকেয়া + ৭৪৬ টাকা ভর্তি বাতিল ফি দিতে হবে।

আর কলেজ বেসরকারি হলে ১ বছর ৬ মাসের বকেয়া + ৭৪৬ টাকা দিতে হবে। কলেজ কর্তৃক ভর্তি বাতিলের ক্ষেত্রে দেখা যায় টাকা নিয়েও কাজ না করে ফেলে রাখে, যার ফল শিক্ষার্থীকে ভোগ করতে হয়।তবে সব কলেজ এক রকম না।

আপনি নিজে যেভাবে অনলাইনে ভর্তি বাতিল করবেনঃ

নিজে অনলাইনে ভর্তি বাতিল করতে হলে আপনার ৩ টা পেপার লাগবে। যথাঃ

১। কলেজ ফোর ওয়াডিং লেটার,

২। আপ্লিকেশন ফোর্ম,

৩। অনার্স রেজিস্ট্রেশন কার্ড ( যদি আপনার কাছে থাকে)

 

কলেজ ফোর ওয়াডিং লেটারঃ 

 

আপনি আপনার কলেজের অধ্যক্ষ কাছে ভর্তি বাতিলের অনুমতি চেয়ে দরখাস্ত লেখবেন এবং কলেজের অধ্যক্ষ এর কাছ থেকে অনুমতি আনবেন।

নিচে ভর্তি বাতিলের আবেদন পএ দেওয়া হলো:

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল 2022 করার পদ্ধতি

আপ্লিকেশন ফোর্মঃ অনার্স ভর্তি আনবেন এর সময় একটা ফর্ম তুলছিলেন অনলাইন থেকে যার অর্ধেক বা কলেজ কপি কলেজে ডিপার্টমেন্ট এ জমা দিছেন আর বাকিটা স্টুডেন্ট আপ্লিকেশন ফর্ম।

রেজিস্ট্রিশন কার্ডঃ যেটা ফর্ম কিলাপের সময় দিয়ে দেওয়া হয়।

এই টা কাগজ রেডি করার পর এই কাগজ নিয়ে একজন অভিজ্ঞ সাইবার কেফ বা অনলাইনের ভর্তি আবেদন করে তার দোকানে যাবেন গিয়ে বলবেন,

আপনি যদি ভর্তি বাতিল করতে পারেন,তাহলে আমার ভর্তি বাতিলের আবেদন করে দিবে।

 

ওনি আবেদন শেষে আপনাকে একটা সোনালী ব্যাংক পে রশিদ দিবে।ওটা নিয়ে সোনালি ব্যাংকে ৭৪৬ টাকা জমা দিবেন। ৭-১৫ দিন অপেক্ষা করুন এবং কম্পিউটার দোকানে গিয়ে খোজ নিন ভর্তি হয়েছে কি না। যদি বাতিল হয়ে যায় দোকানদার আপনাকে একটা কাগজ প্রিন্ট করে দিবে।ওই কাগজ কলেজে দেখালে আপনার মার্কশিট দিয়ে দিবে এবং কাজ শেষ।

 

কম্পিউটার দিয়ে যেভাবে ভর্তি বাতিল করবেন :

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল 2022 করার পদ্ধতিজাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল 2022 করার পদ্ধতি

 

তাই অনলাইনে নিজে ভর্তি বাতিল আবেদন করাটাই সবচেয়ে best, এর ফলে আবেদনের ফলাফল সম্পর্কে শিক্ষার্থী নিজেও নিশ্চিত থাকতে পারে।

 

অনলাইনে ভর্তি বাতিল :

এর জন্য সর্বপ্রথম একটু স্টুডেন্ট একাউন্ট খুলতে হবে হতে।

 http://services.nu.edu.bd/nu-app/

একাউন্ট খুলতে লাগবে “অনার্স/মাস্টার্স/ডিগ্রী” যে কোর্সে আপনি পড়েন তার রেজিষ্ট্রেশন নম্বর।

রেজিষ্ট্রেশন কার্ড না থাকলে Admission From এর কপি। একাউন্ট আপডেটের পর একাডেমিক ম্যানু হতে “এডমিশন ক্যান্সেল” নির্বাচন করলে এডমিশন ক্যান্সেল ফরম চলে আসবে।

তাতে যথাক্রমে

১) ফরওয়ার্ডিং লেটার ;

২) রেজিষ্ট্রেশন কার্ড ; স্ক্যান করে attached করবেন এবং ভর্তি বাতিলের কারন লিখে তা submit করবেন।

এরপর ভর্তি বাতিল ফি প্রদানের জন্য একটি Pay slip বা ব্যাংক রশিদ তেয়া হবে। তা প্রিন্ট করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ৭০০/- ও ৪৬/- ভ্যাট।

ঠিকা : কলেজকে তাদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। যদি কারো রেজিষ্ট্রেশন সম্পন্ন হবার আগেই ভর্তি বাতিল করতে হয় : সেক্ষেত্রে এ যেয়ে New Student Registration সিলেক্ট করে তা যথাযত ভাবে পূরণ করে ভর্তির “Admission From” টা সাবমিট করুন। এর দুই-এক দিনের মধ্যেই আপনার ইমেইলে এনইউর আইটি বিভাগ হতে খন্ডকালীন ব্যবহারের জন্য একটি একাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দিবে। তা দিয়ে লগইন করে উপরের নিয়ম অনুসারে আবেদন করে ফেলুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল 2022 করার পদ্ধতি

আবেদনের পর টাকা পা্রয়ার ৭ থেকে ১৫ দিনের মধ্যেই ভর্তি বাতিল করে একটি “Letter” দিবে, এ লেটার প্রাপ্তি মানেই ভর্তি বাতিল কার্যক্রম সম্পস্ন। ফরওয়ার্ডিং : বিশ্ববিদ্যালয়ের ডিন বরাবর কলেজ অধ্যক্ষের লেখা পত্র। এ পত্রে অধ্যক্ষের সিলমোহর ও সিগনেচার থাকতে হবে।

 

ভর্তি বাতিল সংক্রান্ত সমস্যা এড়াতে নিচের কাগজ গুলো সংরক্ষন করে রাখুন :

এডমিশন ফরমের স্টুডেন্ট কপি

ভর্তি বাতিলের জন্যে ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ

অনার্স/ডিগ্রীর রেজিষ্ট্রেশন কার্ডের মূলকপি

ভর্তি বাতিল অনুমোদন চিঠি।

ভর্তি বাতিলের আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্রহীত হলে নিম্নের চিত্রের মতো চিঠি কলেজ অধ্যক্ষ কে পাঠানো হবে।

NU Honours Admission Cancel process

The right rule is to cancel honors admissions. If a student commits a mistake or due to some other reason, there is a need to cancel the previous admission. Many second-timers want to cancel national university admissions. Today, we will discuss in detail the exact rules to cancel admission of a national university online.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply