জাতীয় বিশ্ববিদ্যালয়

বর্তমান প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মর সেতু বন্ধন হবে মুক্তিযুদ্ধের চেতনায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান বলেছেন, বর্তমান প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মের সেতু বন্ধন হবে মুক্তিযুদ্ধের চেতনায়। আর তরুণ প্রজন্মের হাত ধরেই বিশ্ব দরবারে উচ্চকিত হবে লাল-সবুজের বাংলাদেশ। আমি গভীরভাবে বিশ্বাস করি, আজকে যারা এখানে উপস্থিত আছেন হয়তাে তারা একসময় থাকবাে না। কিন্তু তরুণ প্রজন্ম থাকবে। তাদের হাত ধরেই আমরা অর্থনৈতিক সমৃদ্ধ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবাে। আজকে আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করছি। আগামী ১০০ বছরে বাংলাদেশ অর্থনৈতিক মানদণ্ডে পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌছবে। কারণ এই দেশ স্বাধীন হয়েছে রক্তঋণে। রবিবার (১৩মার্চ) লালমনিরহাটের কালীগঞ্জে উত্তর বাংলা কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার

সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্য আলােচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘আমাদের চাওয়া-পাওয়া একটিই- বাংলাদেশ যেন মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর চেতনায় গড়ে উঠে। এইসব ভবন, চাওয়া-পাওয়া সবকিছুই পূরণ হবে, যদি আমরা মানবিক মানুষ হই। সমাজতান্ত্রিক সমাজ, সমাজ গড়ার লক্ষ্যে আমাদের সন্তানদের ধর্মনিরপেক্ষতা, মানবিকতা শেখাতে হবে। এর মধ্যদিয়ে যে উন্নয়ন হবে, সেটিই প্রকৃত উন্নয়ন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘তােমরা নিরলসভাবে বইয়ের মধ্যে ডুবে যাও। গবেষণার মধ্যে ডুবে যাও, জ্ঞানার্জনের মধ্যে ডুবে যাও। তােমাদের পাশে বাংলাদেশ থাকবে। সেই বাংলাদেশ তােমাদের হাতে গড়ে উঠবে। আগামী দিনে বিশ্ব দরবারে তােমাদের হাত ধরে উচ্চকিত হবে বাংলাদেশ, লাল সবুজের পতাকা।

উপাচার্য আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, যে দেশ বঙ্গবন্ধুর কন্যার হাতে চলে, সেই দেশে বড় বা ছােট কোনাে চাওয়া মানুষের অপূর্ণ থাকে না। উক্তর বাংলা কলেজে সমৃদ্ধ লাইব্রেরি আছে। শিক্ষার্থীদের বলবাে ওই লাইব্রেরিতে যে বইগুলাে আছে সেই বইগুলাের মধ্যে ডুবে থাকো অন্তহীন। তাহলে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছবে। অর্থনৈতিক উন্নয়ন, দেশকে সফল করা, এরকম অসংখ্য ভবন করার মন্ত্র ওই লাইব্রেরিতে রয়েছে। তােমরা প্রতিনিয়ত নেশার মতা করে লাইব্রেরিতে পড়াে। তােমাদের কোন কিছু চাইতে হবে না। আমরা এই দেশ সােনায় মুরিয়ে গড়ে তুলবাে। আমাদের হাতে এক আলােকবর্তিকা আছে। আলাের প্রভা আছে। গণতন্ত্রের আলাে, মুক্তবুদ্ধির আলাে, আমাদের সংবিধানের চার মূলনীতির আলাে, বাংলাদেশের আলাে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি-এই সবই আলাের প্রভা। নতুন প্রজন্মের কাছে সেই আলােকবর্তিকা, আলাের প্রভা নিয়ে এসেছি। এর মধ্যদিয়েই সত্য, সুন্দর, বৈষম্যহীন, শােষণহীন বাংলাদেশ গড়ে তুলবাে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদ। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ড. মােজাম্মেল হক, জেলা প্রশাসক, এসপি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply