জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালেয়র অর্নাস/ডিগ্রি/মাস্টার্স ভর্তি বাতিলের নিয়মাবলী

জাতীয় বিশ্ববিদ্যালেয়র অর্নাস/ডিগ্রি/মাস্টার্স ভর্তি বাতিলের নিয়মাবলী। National University Honours/Degree/Masters admissions cancellation Rules 2022.

করণীয় ১ঃ

১) কলেজ হতে রেজিষ্ট্রেসন কার্ড সংগ্রহ করা। (রেজি ইস্যু হবার আগে হলে Admission Form এর Student Copy)

২) কলেজ হতে একটি কলেজ ফরওয়ার্ডিং সংগ্রহ করা।

কলেজ ফরওয়ার্ডিংঃ

বরাবর

ডিন,

স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল,

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজিপুর;

মাধ্যম : অধ্যক্ষ,………… কলেজ;

বিষয় : ভর্তি বাতিলের আবেদন।

জনাব,

আমি আমার নিম্নে বর্ণিত কোর্সের ভর্তি বাতিলের আবেদন জানাচ্ছি:

নাম:

কলেজ :

বিভাগ :

সেশন :

ভর্তির রোল নং :

রেজিষ্ট্রেসন নং :

অনুগ্রহ পূর্বক আমার আবেদনটি গ্রহন করে বাধিত করুন।

আপনার বিশ্বস্ত

…………………

{ এ পত্রে অবশ্যই অধ্যক্ষের সিলমোহর সহ সিগনেচার লাগবে }

 করণীয় ২ঃ

http://services.nu.edu.bd/nu-app/studentlogin

লিঙ্কে যেয়ে student registration এ ক্লিক করে রেজিষ্ট্রেসন করে নিন।

(রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে কাজ না হলে Admission Roll ব্যবহার করবেন)

এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট আপডেট করে নিন।

[ একাউন্টের পাসওয়ার্ড মনে রাখবেন ]

করণীয় ৩ঃ

প্রথমে বর্ণিত ২ টি পেপার স্ক্যান করে নিন, এবং স্টুডেন্ট একাউন্ট এ যেয়ে একাডেমিক সার্ভিস সিলেক্ট করলে “Admission Cancel” অপশন দেখতে পাবেন।

তাতে ক্লিক করলে ভর্তি বাতিল পেইজ চালু হবে।

এখন স্ক্যান করা ২ টি পেপার সেখানে এটাচ করে নিচে ভর্তি বাতিলের সংক্ষিপ্ত কারন লিখে সাবমিট করে দিন।

এরপর আপনার জন্য একটি ব্যাংক পে স্লিপ তৈরী হবে, তা প্রিন্ট করে নিন।

 

 

জাতীয় বিশ্ববিদ্যালেয়র অর্নাস/ডিগ্রি/মাস্টার্স ভর্তি বাতিলের নিয়মবলী জাতীয় বিশ্ববিদ্যালেয়র অর্নাস/ডিগ্রি/মাস্টার্স ভর্তি বাতিলের নিয়মবলীজাতীয় বিশ্ববিদ্যালেয়র অর্নাস/ডিগ্রি/মাস্টার্স ভর্তি বাতিলের নিয়মবলী

করণীয় ৪ঃ

ব্যাংক পে স্লিপ মোতাবেক ৭৪৬/- টাকা সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা করে দিন। টাকা ডিপোজিট হতেই আপনার নম্বরে একটি মেসেজ আসবে।

এরপর ৭ হতে ৩০ দিনের মধ্যে ভর্তি বাতিল এর লেটার + মূল সনদ উত্তোলনের অনুমতিপত্র দিবে, যা প্রিন্ট করে কলেজকে এক কপি দিলে মূল সনদ নেয়া যাবে।

এইভাবে ভর্তি বাতিল কার্যক্রম সমাপ্ত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply