জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: বাংলাদেশের করবিধি Honors 2nd Year Suggestion 2022 Subject: Tax Rules of Bangladesh

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: বাংলাদেশের করবিধি। Honors 2nd Year Suggestion 2022 Subject: Tax Rules of Bangladesh. অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি সাজেশন প্রস্তুত করেছি। আমরা আশা করি এই সাজেশনটি দুর্বল শিক্ষার্থীদের খুব সাহায্য করবে। বাংলাদেশের এনইউ অনার্স শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য বিশেষভাবে এই সাজেশনটি লেখা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন। সাজেশনটি হুবহু অনুসরণ করলে 90% থেকে 100% কমন পড়বে।

 

ব্যতিক্রম সাজেশন ঢাকার অভিজাত কলেজ, ঢাকার বাইরে স্বনামধন্য কলেজ এবং গুরুত্বপূর্ণ কোচিং সেন্টারের সাজেশন। বিগত বছরের প্রশ্নপত্র ও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে প্রণীত হওয়ায় প্রশ্ন কম অথচ কমন পড়ে বেশি। আর এরই আলোকে আমাদের সাজেশনটি তৈরি।আপনি খুব সহজে এখান থেকে অনার্স প্রথম বর্ষ সহ সকল বাসের সাজেশন ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি। একটি নির্ভরযোগ্য সাজেশন ছাড়াও পাবেন মডেল টেস্ট এর প্রশ্নপত্র যার সাহায্যে আপনি খুব সহজেই নিজেকে যাচাই করে নিতে পারবেন।

 

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: বাংলাদেশের করবিধি

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: বাংলাদেশের করবিধি

ক বিভাগ

কর অবকাশ কি

করের সংজ্ঞা দাও

এডাম স্মিথ উল্লেখিত করের চারটি নীতি লেখ

আয়কর আইনের দৃষ্টি কোণ হতে আয় বলতে কি বুঝায়

করাঘাত কি

কর সঞ্চালন কি

করপাত কি

প্রগতিশীল কর কি

আয়কর কাকে বলে

আয়কর কোন প্রকৃতির কর

শুল্ক কি

কর অগ্রিম সরকারি সিকিউরিটি কি

আয়কর অধ্যাদেশ কত সালে জারি হয়

১৩-১৪ করবর্ষ ব্যক্তি করদাতার নূন্যতম কত

করমুক্ত আয় কি

অনাবর্তক আয় কি

গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বুঝ

করবর্ষ কি

অনাবাসিক করদাতা কাকে বলে

করদাতাকে

আনুতোষিক কি

বার্ষিক বৃত্তি বলতে কি বুঝ

গ্যাচুইটি কি

জিরো কুপন বন্ড কি

গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে

আয়ের বিবরণী দাখিলের ব্যর্থতার জন্য শাস্তি কি

করের সমতার নীতি কি

TiN এর পূর্ণরূপ লিখ

কর নিরীক্ষা কি

করদাতা মুক্তিযুদ্ধ হলেও কর ধার্য আয়ের সীমা কত

বিনিয়োগ ভাতা কি

অ্যাপিলেট ট্রাইবুনাল কি

জাতীয় রাজস্ব বোর্ড কী

এনআরবি এর পূর্ণরূপ কি

পাবলিক ট্রেডড কোম্পানি কি

লোকসান পূরূন বলতে কী বুঝ

উৎস স্থলে কর কর্তন বলতে কি বুঝায়

অর্থ আইন কী

কর অবকাশ কী

কর কী

বিশেষ কর কী

করঘাত কী

কর সঞ্চালন কী

করের প্রকৃত ভার কী

প্রত্যক্ষ কর বলতে কী বুঝ

প্রগতিশীল কর কী

পরোক্ষ কর কী

সিগারেট  প্রস্তুত কারক কোম্পানির আয়করের  হার কত

ভারতীয় উপমহাদেশে আয়কর প্রথা চালু হয় কত সালে

আয়কর প্রত্যক্ষ না পরোক্ষ কর

টার্নওভার কর কী

জাতীয় রাজস্ব বোর্ড কী

বর্তমানে কতটি কর অঞ্চল আছে

অকরধার্য আয় কাকে বলে

করমুক্ত আয় কী

করের সমতার নীতি কী

আয় কী

করবর্ষ কী

করদাতা কে

আনুতোষিক কী

সিকিউরিটি সুদের মোটাঙ্কিত করণ কী

মহার্ঘ ভাতা কী

কপট লেনদেন কী

মুলধনি লাভ কী

উৎসে কর  কর্তন বলতে কী বুঝ

সম্পুরক শুষ্ক কী

এন্টী ডাম্পিং শুষ্ক কী

খ বিভাগ

করে নীতিমালা গুলো কি কি

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা বর্ণনা কর

ক করপাত বলতে কি বুঝায়

খ করঘাত ও করপাত এর মধ্যে পার্থক্য লিখ

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা আলোচনা কর

আয় কর ধার্যের উদ্দেশ্য যায় শ্রেণীবিভাগ দেখাও নির্ধারণের প্রভাব দেখাও

বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা তুমি কিভাবে নির্ণয় করবে

বেতনের উপাদান সমূহের বর্ণনা দাও

কর অবকাশ সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী বর্ণনা কর

কর অবকাশ স্কিম কি? এর দুটি সুবিধা উল্লেখ কর

ক কর অবকাশের সংজ্ঞা দাও

খ কর অবকাশ সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী বর্ণনা কর

ক কর ফাঁকি কাকে বলে

অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা কর

করপাত ও করঘাতের মধ্যে পার্থক্য দেখাও

আয়কর আইনে আয়ের কী কী বৈশিষ্ট্য উল্লেখ আছে

আয়করের সংজ্ঞা দাও?৷অভ্যন্তরীণ সম্পদ আহরণে অবদানের ক্ষেএে  আয়করের বর্ণনা  আলোচনা কর

অ্যাপিলেচ ট্রাইবুনাল কী ও এর সদস্য হওয়ার যোগ্যতা কী

আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো উপস্হাপন কর

অকরধার্ষ আয় ও করমুক্ত আয়ের মধ্যে পার্থক্য লেখ

আংশিক কৃষি ও আংশিক ব্যবসায় আয় বলতে কী বুঝ

কর ফাঁকি বলতে কী বুঝ

কর ফাঁকি ও কর এড়ানোর পার্থক্যযমূহ লেখ

মূল্য সংযোজন  ও করের সংজ্ঞা দাও

কর ফাঁকির পদ্ধতি বর্ণনা কর

জনাব খায়রুল কবির একজন সরকারি  কর্মকর্তা ৷30 জুন 2017 সালে তাঁর আয় নিন্মরুপ জাবি 17

জনাব মেহেদি হাসানের 30 জুন 2017 সালে সিকিউরিটি খাতে আয় ছিল নিন্মরুপ  জাবি 17

জনব মহিউদ্দিনের একটি বাড়ি আছে৷ বাড়িটির অর্ধেক বার্ষিক 1.72.000  টাকায় ভাড়া দিয়েছে ৷অপর অর্ধেকে তিনি নিজে বসবাস করেন ৷ বাড়িটির পৌরমূল্য  2.00.000 টাকা ৷ জাবি 18

নিন্মলিখিত তথাবলি হতে জনাব সাইফুলের 2016-17 আয় বর্ষে কৃষি খাতে আয় নির্ণয় কর জাবি 18

নিম্নোক্ত তথ্য হতে জনাব রবীন্দ্রনাথ মন্ডলের আয় নির্ণয় কর৷ জাবি 18

নিন্ম বর্ণিত তথ্যাবলি হতে জনাব তামিমের 2015-16 আয় বছরের কৃষি খাতে মোট আয় নির্ণয় কর জাবি 16

নিম্নোক্ত প্রাপ্তি ও পরিশোধ হিসাব হতে জনাব অজয় মিএের ব্যবসায় ও পেশা খাতে মোট আয় নির্ণয় কর জাবি 17

জনাব আব্দুল্লাহ একজন ব্যবসায়ী সে 2011 সালের 1 জুলাই তারিখে ব্যবসায়ে ব্যবহারের জন্য  4.00.000  টাকায় একটি মেশিন ক্রয় করেন ৷ উক্ত মেশিন আনয়ন করতে ব্যয় হয় 10.000 টাকা৷এবং মেশিন সংস্হাপন ব্যয়৷4.00.000.টাকা  মেশিনটি 2017 সালের 30 জুন তারিখে  5.20.000 টাকায় বিক্রয় করেন  জাবি 18

 

গ বিভাগ

 

ক সরকারি ও ব্যক্তিগত বা ব্যবসায়িক অর্থব্যবস্হার মধ্যে পার্থক্য নির্ণয় কর

খ সরকারি আয়ের উৎসসমূহ কী কী

ক করের উদ্দেশ্যসমূহ আলোচনা কর

খ  করের কানুন গুলো বর্ণনা কর

ক আয়ের শ্রেণিবিভাগ কীভাবে কর নির্ধারণকে প্রভাবিত করে

খ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা আলোচনা কর ৷

অ্যাপিলেট ট্রাইবুনাল কী? অ্যাপিলেট ট্রাইবুনালের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর

যে কোন ক্ষেএে করদাতার শনাক্তকরণ নম্বর প্রয়োজন?  নতুন করদাতার টিআইএন প্রাপ্তির পদ্ধতি আলোচনা কর

ক করদাতার শ্রেণিবিভাগ আলোচনা কর

খ বিভিন্ন শ্রেণির করদাতার আবাসিক মর্যদা নির্ণয়ের বিধানবলি বর্ণনা কর

ক কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কী কী

খ ব্যবসায় বা পেশাখাতে লোকসানের জের টানার আইনগত বিধান বর্ণনা কর

ক ভবিষ্যতহবিল  অনুমোদনের জন্য আয়কর কর্তৃপক্ষের দেওয়া কী কী শর্ত পালন করতে হয়

খ কর নির্ধারনে বিভিন্ন শ্রেণির ভবিষ্যতহবিলের  প্রভাব আলোচনা কর

ক মূল্য সংযোজন করের জন্য নিবন্ধন পদ্ধতি বর্ণনা কর

খ মূল্য সংযোজন কর আদেশের বিরুদ্ধে আপিল পদ্ধতি আলোচনা কর

ক কর অবকাশ স্কীমের সুবিধাসমূহ লেখ

খ শুষ্ক আইন অনুসারে আমদানি নিষিদ্ধ দ্রব্যের বর্ণনা দাও

জনাব জাবের একটি বেসরকারু কোম্পানিতে 20.000- 1000× 10-30.000 টাকা বেতন স্কেলে চাকরি করেন৷ 2016 সালে 30 জুন তারিখে তার বেতন ছিল 25.000 টাকা ৷তার বেতন বৃদ্ধির তারিখ 1 লা জানুয়ারী ৷

2015 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরে করিম  সাহেবের কৃষি খাতে  আয় আয় নিন্মরুপ  পাট বিক্রয়  প্রতি মন নিন্মোক্ত তথ্যাবলি হতে 16-17 আয় বর্ষে জনাব মিজানুর রহমানে করদায় নির্ণয় কর জাবি 18

সফি ও সুজা একটি অংশীদারি ব্যবসায়ে দুজন অংশীদার জাবি 18

ডেলটা কোম্পানি লি এর 2016 সালের  30 জুন সমাপ্ত বছরের লাভ লোকসান নিন্মে দেওয়া হলো জাবি 15

2017 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের মেঘনা লি:  জাবি 18

নাফিজা & কোম্পানীর 17 সালের 30 জুন তারিখে সমাপ্ত বর্ষের জাবি 18

জনাব সুমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ৷16 সালের 30 জুন সমাপ্ত বছরের একজন অধ্যাপক  জাবি 14

 

খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। কৃষি আয় কি? কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

২। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল এর সুবিধাগুলো উল্লেখ কর।

৩। করদাতা কোন অবস্থায় কর ফেরত দাবি করতে পারে?

৪। অকরধার্য ও করধার্য আয়ের মধ্যে পার্থক্য কর।

৫। গৃহসম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচসমূহ কি কি?

৬। লোকসান পূরণ ও লোকসানের জন্য টানার মধ্যে পার্থক্য দেখাও।

৭। আয়কর কি? আয়কর ধার্যের গুরুত্ব আলোচনা কর।

৮। কর কি? একটি উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কি কি?

৯। করঘাত ও করপাত কি? করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য লিখ।

১০। প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্যগুলো দেখাও।

১১। কর অবকাশ স্কিম কি? এর দুটি সুবিধা উল্লেখ কর।

১২। কপট লেনদেন কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা কর।

১৩। শুল্ক কর্তৃপক্ষ কারা? শুল্ক আইনের বিভিন্ন প্রকার শুল্ক সম্পর্কে লিখ।

১৪। অকরধার্য আয় ও রেয়াতযোগ্য আয়ের মধ্যে পার্থক্য লিখ।

১৫। বেতনের উপাদানসমূহ কি কি?

 

গ বিভাগ : রচনামূলক প্রশ্ন

 

১। ক) আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণিবিভাগ বর্ণনা কর।

খ) কর নির্ধারণে আয়ের শ্রেণিবিভাগের প্রভাব বর্ণনা কর।

২। ক) আয়ের বিবরণী দাখিল সংক্রান্ত নিয়মাবলি কি কি?

খ) আয়ের বিবরণী দাখিল না করার পরিণাম আলোচনা কর।

৩। ক) কর কি? কর প্রদান পদ্ধতি আলোচনা কর।

খ) আয়কর কি? আয়কর আদায় পদ্ধতি বর্ণনা কর।

৪। ক) কর বহির্ভূত গৃহ – সম্পত্তি কোনগুলো?

খ) আয়কর অধ্যাদেশ গৃহ সম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচগুলি তুলে ধর।

৫। ক) জাতীয় রাজস্ব বোর্ড কি? জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

খ) আয়কর কর্তৃপক্ষ কারা? আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো উপস্থাপন কর।

৬। ক) আয়কর আইনের দৃষ্টিকোণ হতে আয় বলতে কি বুঝ?

খ) আয়কর আইনের দৃষ্টিতে বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৭। ক) করবর্ষের সংজ্ঞা দাও। কোন পরিস্থিতিতে করবর্ষ এবং আয় বর্ষ একই হতে পারে?

খ) অকরধার্য এবং করমুক্ত আয়ের মধ্যে পার্থক্য দেখাও।

৮। ক) কর নির্ধারণী চক্র কি? কর নির্ধারণী চক্রের ধাপসমূহ বর্ণনা কর।

খ) অবকাশ কি? কর অবকাশ সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী বর্ণনা কর।

৯। ক) উতস্থলে কর কর্তন কি? কোন ক্ষেত্রে বা পরিস্থিতিতে কর ফেরত পেতে পারে?

খ) কোন কোন আয়ের ক্ষেত্রে উতস স্থলে কর কর্তন করা হয়?

১০। ক) ভবিষ্যৎ তহবিল কি? ভবিষ্যৎ তহবিলের বা প্রভিডেন্ট ফান্ডের প্রকারভেদ বর্ণনা কর।

খ) অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের জন্য অবশ্য পালনীয় শর্তাবলি লিখ।

১১। ক) আপিল ট্রাইব্যুনাল কি? আপিল ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী আলোচনা কর।

খ) কোন কোন পরিস্থিতিতে আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে?

১২। ক) বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নির্ণয় করবে?

খ) করদায়ের উপর করদাতা আবাসিক মর্যাদার প্রভাবসমূহ বর্ণনা কর।

১৩। ক) কর ফাঁকি কি? কর ফাঁকির পদ্ধতিসমূহ আলোচনা কর।

খ) কর ফাঁকি ও কর এড়ানো এর মধ্যে পার্থক্য লিখ।

গ) বাংলাদেশে কর ফাকি ও কর এড়ানোর কারণ আলোচনা কর।

১৪। ক) মূল্য সংযোজন কর কি? মূল্য সংযোজন করের সুবিধা বর্ণনা কর।

খ) মূল্য সংযোজন কর পরিশোধের সময় ও পদ্ধতি আলোচনা কর।

১৫। ক) নিষিদ্ধ পণ্য কি? বাংলাদেশে একটি নিষিদ্ধ পণ্যের তালিকার বিবরণ দাও।

খ) শুল্ক আইন অনুসারে আমদানি নিষিদ্ধ দ্রব্যের বর্ণনা দাও।

 

গাণিতিক অংশ

১। অনার্স ২০১৭ সালের ৮,৯,১৪,১৫,১৬,১৭ নাম্বার।

২। অনার্স ২০১৬ সালের ৭,১৭,১৬,৯,৮ নাম্বার।

৩। অনার্স ২০১৪ সালের ৮,১৫,১৭,১৬,৭,১৪,৬ নাম্বার।

৪। অনার্স ২০১৩ সালের ৮,১৬,৭,১৩,৯ নাম্বার।

৫। অনার্স ২০১৫ সালের ৭,১৫,৯,৮ নাম্বার।

 

১. বেতন খাতে আয় (সেকশন ২১)

২. সিকিউরিটি সুদ খাতে আয় (সেকশন ২২-২৩)

৩. গৃহ সম্পত্তি খাতে আয় (সেকশন ২৪-২৫)

৪. কৃষি খাতে আয় (সেকশন ২৬-২৭)

৫. ব্যবসায় ও পেশা খাতে আয়

৬. মূলধনী লাভ খাতে আয় (সেকশন ৩১-৩২)

৭. অন্যান্য উৎস খাতে আয় (সেকশন ৩৩-৩৪)

৮. একক ব্যক্তির কর নির্ণয় (সমন্বিত){যেমন: বেতন খাত + গৃহ সম্পত্তি খাত + কৃষি খাত + অন্যান্য }

৯. অংশীদার ফার্মের কর নির্ণয়

১০. কোম্পানির কর নির্ণয়

১১. মূল্য সংযোজন কর

 

Theoretical suggestion for Part B & C:

 

১. প্রত্যক্ষ ও পরোক্ষ করের পার্থক্য লিখ।

২. করদাতার শ্রেণিবিভাগ বর্ণনা কর।

৩. করবর্ষ ও আয়বর্ষ কোন পরিস্থিতিতে একই হতে পারে?

৪. আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো উপস্থাপন কর।

 

Honors 2nd Year Suggestion 2022 Subject: Tax Rules of Bangladesh. Honors are very important for 2nd-year students. We have prepared a suggestion to help the national university students. We hope this suggestion will be of great help to the weak students. This suggestion has been specially written to meet the needs of NU Honours students of Bangladesh. It’s a complete suggestion. Following the suggestion exactly will result in a 90% to 100% reduction.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *