জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: বাংলাদেশের সমাজবিজ্ঞান

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: বাংলাদেশের সমাজবিজ্ঞান। অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি সাজেশন প্রস্তুত করেছি। আমরা আশা করি এই সাজেশনটি দুর্বল শিক্ষার্থীদের খুব সাহায্য করবে। বাংলাদেশের এনইউ অনার্স শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য বিশেষভাবে এই সাজেশনটি লেখা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন। সাজেশনটি হুবহু অনুসরণ করলে 90% থেকে 100% কমন পড়বে।

 

ব্যতিক্রম সাজেশন ঢাকার অভিজাত কলেজ, ঢাকার বাইরে স্বনামধন্য কলেজ এবং গুরুত্বপূর্ণ কোচিং সেন্টারের সাজেশন। বিগত বছরের প্রশ্নপত্র ও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে প্রণীত হওয়ায় প্রশ্ন কম অথচ কমন পড়ে বেশি। আর এরই আলোকে আমাদের সাজেশনটি তৈরি।আপনি খুব সহজে এখান থেকে অনার্স প্রথম বর্ষ সহ সকল বাসের সাজেশন ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি। একটি নির্ভরযোগ্য সাজেশন ছাড়াও পাবেন মডেল টেস্ট এর প্রশ্নপত্র যার সাহায্যে আপনি খুব সহজেই নিজেকে যাচাই করে নিতে পারবেন।

 

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: বাংলাদেশের সমাজবিজ্ঞান

খ বিভাগ

 

১। গ্রামিণ সমাজের প্রধান বৈশিষ্ট্য সমূহ লিখ?

২। মরনশীলতা বলতে কি বুঝ?

৩।  জ্ঞাতি সম্পর্ক কি?

৪। সামাজিক অসমতা বলতে কি বুঝ?

৫। স্থানিয় সরকার কি?

৬। গ্রামীন ক্ষমতা কাঠামোর উপাদান সমুহ কি?

৭। অপরাদও বিচ্যুতি মধ্যে পার্থক্য লিখ?

৮। দারিদ্রের দুষ্টচক্র কি?

৯। বিশ্বায়নের ইতিবাচক দিক আলোচনা কর?

১০। প্যারল কি?

১১। কৃষি কাঠামো কি?

১২। সুশাসন কি?

১৩। সামাজিকীকরন বলতে কি বুঝ?

১৪। সামাজিক গতিশীলতা কী?

১৫।  সমাজবিজ্ঞানের প্রকৃতি উল্লেখ কর।

১৬।  কর্তৃক সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা ব্যাখ্যা কর।

১৭।  সাংস্কৃতিক আধিপত্য ও প্রতিরোধ বলতে কি বুঝ?

১৮।  বিশ্বায়ন কি? বিশ্বায়নের কারণসমূহ লিখ।

১৯।  মার্ক্সীয় “শ্রেণি” প্রত্যয়টি ব্যাখ্যা কর।

২০।  সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

২১।  নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?

২২।  দূর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝ?

অথবা, দূর্যোগ ব্যবস্থাপনার পর্যায়সমূহ আলোচনা কর।

২৩।  অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য কর।

২৪।  সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও।

অথবা, সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা লিখ।

২৫।  স্বাস্থ্যহীনতার কারণগুলো বিবরণ দাও।

২৬।  বস্তি ও অতি নগরায়ণ বলতে কি বুঝ?

২৭।  সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পাঁচটি পার্থক্য লিখ।

২৮।  দৃষ্টি বাদ কি? সামাজিক মূল্যবোধ কি?

 

গ বিভাগ

১। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এর গুরুত্ব আলোচনা কর?

২। জনসংখ্যার বিন্যাসে প্রভাব বিস্তারকারী নিয়ামকসমুহ আলোচনা কর?

৩। সামাজিকীকরনে পরিবার ও ধর্মের ভুমিকা আলোচনা কর?

৪। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি আলোচনা কর?

৫।  বিশ্বায়নের ফলে বাংলাদেশের যে সাংস্কৃতিক নির্ভরশীল তৈরি হয়েছে তা আলোচনা কর?

৬।  শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য উদ্দেশ্য আলোচনা কর?

৭।  ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন এর প্রভাব আলোচনা কর?

৮।  বাংলাদেশ এর জনসংখ্যা কাঠামো বৈশিষ্ট্য আলোচনা কর?

৯।  বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের পথে বাধা সমুহ আলোচনা কর?

১০। উন্নয়নশীল দেশে রাজনৈতিক দলের ভুমিকা আলোচনা কর?

১১।  বাংলাদেশের গনতন্ত্রায়নে সুশীল সমাজের ভুমিকা আলোচনা কর?

১২। বাংলাদেশের সামাজিক অসমতার কারণ সমূহ আলোচনা কর?

১৩।  নারী শিক্ষা উন্নয়ন এ বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা কর?

১৪।  সাওতাল এথনিক সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর?

১৫। গ্রামিন বাংলাদেশ এর কৃষি অকৃষি কার্যক্রম আলোচনা কর?

১৬। বাংলাদেশের গারো এথনিক সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর?

১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থ সামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা কর?

১৮। গ্রামিন বাংলাদেশ ভূমিস্বত্ব ব্যবস্থা ও শ্রেনি কাঠামো আলোচনা কর?

১৯। সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় অগাস্ট কোঁতের অবদান মূল্যায়ন কর।

২০। সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর।

২১। অতি নাগরায়ন কি? বাংলাদেশের প্রেক্ষিতে নাগরায়নের সমস্যাসমূহ আলোচনা কর।

২২। বনভূমি উজাড় বলতে কি বুঝ? বনশূন্যতার কারণসমূহ আলোচনা কর।

২৩। সামাজিক অসমতা কি? সামাজিক অসমতার প্রকারভেদসমূহ বা প্রকৃতি আলোচনা কর।

২৪। সামাজিক নিয়ন্ত্রণ কি? সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা কর।

২৫। বিচ্যুতি কি? বিচ্যুতি সংক্রান্ত মার্টনের মতবাদ আলোচনা কর।

২৬। সংক্ষেপে AIDS এর কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে আলোচনা কর।

২৭। সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ আলোচনা কর।

২৮। দূর্যোগ ব্যবস্থাপনা কি? বাংলাদেশে দূর্যোগ ব্যবস্থাপনার সমস্যাসমূহ ব্যাখ্যা কর।

২৯। বাংলাদেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায়? আলোচনা কর।

৩০। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর।

 

রচনামূলক প্রশ্ন-

১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও বিজয় সম্পর্কে আলোচনা কর।

২. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর।

৩. ১৯৫২ সালের ভাষা অন্দোলনের গুরুত্ব আলোচনা কর।

৪. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা কর।

৫. ‘বিশ্ব পরিবেশের অবনতির জন্য জনসংখ্যা বৃদ্ধি দায়ী’- আলোচনা কর।

৬. সাঁওতাল উপজাতির জীবনধারা আলোচনা কর।

৭. বাংলাদেশের আর্থসামাজিক ধারাতে গারো ও চাকমা গোষ্ঠির জীবন আলোচনা কর।

৮. সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা কর।

৯. বিবাহ বিচ্ছেদের পরিবর্তনশীল আলোচনা কর।

১০. বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল সম্পর্কে লেখ।

১১. গ্রামীণ বাংলাদেশ কৃষি ও অকৃষি কার্যক্রম সম্পর্কে লেখ।

১২. শ্রেণি কী? মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।

১৩. সামাজিক অসমতার কারণ ও প্রকৃতি আলোচনা কর।

১৪. বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্যের স্বরূপ আলোচনা কর।

১৫. বাংলাদেশের সুশাসনের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে লেখ।

১৬. বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সমূহ কি কি আলোচনা কর।

১৭. বাংলাদেশ গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।

১৮. গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।

১৯. বাংলাদেশের গ্রাম সমাজের কাঠামো সম্পর্কে আলোচনা কর।

২০. বাংলাদেশের অপরাধের কারণ ও সাম্প্রতিক সময়ে অপরাধের ধরণ সম্পর্কে আলোচনা কর।

২১. বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা কর।

২২. বাংলাদেশের ধর্মীয় রীতি পরিবর্তন সম্পর্কে আলোচনা কর।

২৩. বিশ্বায়নের ফলে বাংলাদেশের সংস্কৃতি নির্ভরশীলতা তৈরি হয়েছে তা আলোচনা কর।

২৪. স্বাধীনতা উত্তর বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ সম্পর্কে লেখ।

২৫. বাংলাদেশের শিক্ষার্থী ঝরে পড়ার কারণ ও সমস্যা দূরীকরণের উপায় সম্পর্কে লেখ।

২৬. নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা কর।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-

১. ৬ দফা আন্দোলন সম্পর্কে লেখ।

২. উপনিবেশবাদ কী?

৩. চিরস্থায়ী বন্দোবস্ত কী?

৪. ৭ মার্চের ভাষণ সম্পর্কে লেখ।

৫. প্রতিবেশ কী?

৬. এথনিক গোষ্ঠী কী?

৭. মরণশীলতা কী?

৮. প্রজননশীলতা কাকে বলে?

৯. জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?

১০. সামাজিকীকরণ কী?

১১. বিবাহ কাকে বলে?

১২. জ্ঞাতি সম্পর্ক কী?

১৩. নগরায়নের কারণ কী?

১৪. স্থানান্তর বলতে কী বুঝায়?

১৫. কৃষিতে আধুনিকায়নের সমস্যা কী কী ?

১৬. গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদান সম্পর্কে লেখ।

১৭. সামাজিক অসমতা বলতে কী বোঝায়।

১৮. লিঙ্গ বৈষম্য কী?

১৯. দারিদ্র বলতে কী বুঝায় ?

২০. সুশাসন কাকে বলে?

২১.স্থানীয় সরকার বলতে কী বুঝায়?

২২. সুশীল সমাজ বলতে কী বুঝায়?

২৩. বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে লেখ।

২৪. গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?

২৫. পল্লী উন্নয়ন কী?

২৬. অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ।

২৭. অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য লেখ।

২৮. প্যারোল কী?

২৯. প্রবেশন কী?

৩০. সংস্কৃতির সংজ্ঞা দাও।

৩১. বিশ্বায়ন কি?এর ইতিবাচক দিক সম্পর্কে লেখ।

৩২. সাংস্কৃতিক নির্ভরশীলতা কী

৩৩. শিক্ষা নীতি বলতে কী বোঝায়?

৩৪. শিক্ষানীতি ২০১০ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

৩৫. টোটেম ও ট্যাবু সংজ্ঞা দাও।

 

Honors 2nd year suggestion 2022 subject: Sociology of Bangladesh. Honors is very important for 2nd year students. We have prepared a suggestion to help the national university students. We hope this suggestion will be of great help to the weak students. This suggestion has been specially written to meet the needs of NU Honours students of Bangladesh. It’s a complete suggestion. Following the suggestion exactly will result in a 90% to 100% reduction.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply