উপবৃত্তি নিউজজাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স উপবৃত্তি ২০২২ | অনার্স ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনার্স উপবৃত্তি ২০২২ | অনার্স ও ডিগ্রির ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্নাতক (সম্মান) ও স্নাতক (পাশ) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০,০৭১.০৮,০০১.০৫-১৯২, তারিখ: ০৪/০২/২০১৬ মােতাবেক রাজস্ব খাতভূক্ত বৃত্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পুন:নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিয়ে উল্লিখিত সংখ্যা ও হার মােতাবেক স্নাতক (সম্মান) ও স্নাতক (পাশ) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের “মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির” কোটা বন্টন করা হয়েছে।

অনার্স পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের ক্ষেত্রে মেধাবৃত্তির সংখ্যা ১৮ বৃত্তির হার (মাসিক) ১১২৫ এককালীন অনুদান (বাৎসরিক) ১৮০০ বৃত্তির মেয়াদকাল ১ বছর, সাধারণ বৃত্তি ৩৭৫ বৃত্তির হার (মাসিক) ৪৫০ এককালীন অনুদান (বাৎসরিক) ৯০০ বৃত্তির মেয়াদকাল ১ বছর।

ডিগ্রীর শিক্ষার্থীদের ক্ষেত্রে মেধাবৃত্তির সংখ্যা ৯ বৃত্তির হার (মাসিক) ১০৫০ এককালীন অনুদান (বাৎসরিক) ১৮০০ বৃত্তির মেয়াদকাল ২ বছর, সাধারণ বৃত্তি ৩০০ বৃত্তির হার (মাসিক) ৩৭৫ এককালীন অনুদান (বাৎসরিক) ৬০০ বৃত্তির মেয়াদকাল ২ বছর।

অনার্স ও ডিগ্রির ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রাপ্তির শর্তাবলী :

• জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।

• বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০% হাত্র এবং ৫০% ছাত্রী হিসেবে বন্টিত হবে। তবে যােগ্য ছাত্রী না পাওয়া গেলে যােগ্য ছাত্র কে সম্পূরক বৃত্তি দেয়া যাবে।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি ভােগের যােগ্য হবেন।

• বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন মােতাবেক আগামী ০৭/০৪/২০২২ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ পূর্বক গেজেটের হার্ডকপির ০১ (এক) সেট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে, ০১ (এক)সেট মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণ এবং গেজেটের সফট কপি ই-মেইলে ( dshe.stipend@gmail.com ) এ প্রেরণ করতে হবে৷

বৃত্তির তথ্য এন্ট্রি দেয়ার সময়সীমা : ১২/०8/২০২২ খ্রি, থেকে ২০/০৪/২০২২ খ্রি., পর্যন্ত।

তথ্য পুরণ এর জনা লিংক নিম়রূপ :

• DSHE Scholarship MIS এর URL লিংক: hspbd.com/HSP-MIS/login

• বিকল্প লিংক : scholarship.dshe.gov.bd/DSHE-MIS/login

অনার্স উপবৃত্তি ২০২২ | জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক MIS সফটওয়ারে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর (গেজেটে প্রকাশিত) তথ্য এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণীয়

• বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা;

• পাঠ বিরতিধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ম ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বৃত্তি নিয়মিতকরণের আদেশ ব্যতীত তথ্য এন্টি না দেয়া;

• বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে;

• শিক্ষার্থীর একক বা যৌথ নামের একাউন্ট নম্বর ব্যতিত পিতা/মাতা/অন্য কারও ব্যাংক হিসাব প্রদান করা যাবে না;

• শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে;

•অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে;

• বিকাশ, শিউর ক্যাশ নগদসহ এ ধরণের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান না করা;

• শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার নাম ও সাল, রেজিষ্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ সঠিকভাবে পূরণ করতে হবে;

• শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;

• তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;

• শিক্ষার্থীর প্রদত্ত ব্যাংক হিসাবটি অবশ্যই সচল (Active) থাকতে হবে;

এই বৃত্তির ব্যয় চলতি (২০২১-২০২২) অর্থ বছরের রাজস্ব বাজেটের “১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭” বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে এবং প্রকাশিত বৃত্তির গেজেটে উল্লিখিত খাত/কোড নম্বর সঠিকভাবে মুদ্রণ করতে হবে।

Students of national universities will get scholarships based on the results of honours and degrees. Based on the results of the undergraduate (honours) and graduate (pass) examinations, merit scholarships and general scholarships will be awarded to the students of the national universities in the financial year 2021-2022.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “অনার্স উপবৃত্তি ২০২২ | অনার্স ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • Arjun Sharma Pabitro

    ছাত্র-ছাত্রীর ওখানে ছাত্রের বদলে হাত্র হয়ে আছে

    Reply

Leave a Reply