জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন 2019 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস,অনার্স /ডিগ্রী/মার্স্টাস এর শিক্ষার্থীদের জন্য)
১.১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে যা জান লেখ|
২.পাকিস্তানি শাসকগোষ্টির সাংস্কৃতিক আগ্রাসনের বিবরন দাও|
৩.৬দফা কর্মসুচী কি?তুমি কি মনে করো ৬দফার মধ্যে স্বাধীনতার বীজ নিহিত ছিল?
৪.ঐতিহাসিক আগরতলা মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা কর|
৫.১৯৭০সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব আলোচনা কর|
৬.লাহোর প্রস্তাবের পটভুমি কি ছিল?
৭.বাংলাদেশের ভুপ্রাকৃতিক বৈশিষ্ঠ্য আলোচনা কর|
৮.বাংলাদেশের জনগনের উপর ভুপ্রকৃতির প্রভাব আলোচনা কর|
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন
- ১. বাঙালি সংকর জাতি- ব্যাখ্যা কর।
- ২. বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও।
- ৩. বাঙালির নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ কর।
- ৪. সংস্কৃতির সমন্বয়বাদিতা কী?
- ৫. লাহোর প্রস্তাব সম্পর্কে টীকা লিখ।
- ৬. বঙ্গভঙ্গ কী?
- ৭. দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ।
- ৮. বসু-সোহরাওয়ার্দী চুক্তি কী?
- ৯. পূর্ব পাকিস্তানের পতি পশ্চিম পাকিস্তানের সাংস্কৃতিক
- বৈষম্যের চিত্র তুলে ধর।
- ১০. শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের
- বৈষম্য কেমন ছিল?
- ১১. ভাষা আন্দোলন কী?
- ১২. যুক্তফ্রন্ট কী?
- ১৩. ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল লিখ।
- ১৪. গণ আজাদী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হয়?
- ১৫. তমদ্দুন মজলিশ কী?
- ১৬. সামরিক শাসনের সংজ্ঞা দাও।
- ১৭. মৌলিক গণতন্ত্র কী?
- ১৮. ছয় দফাগুলো কী কী?
- ১৯. ছয়দফাকে কেন বাঙালির ‘ম্যাগনাকার্টা বলা হয়?
- ২০. বাঙালি জাতীয়তাবাদ কী?
- ২১. ১১ দফা আন্দোলন কী?
- ২২. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য ও
- উদ্দেশ্যগুলো কি কি?
- ২৩. অসহযোগ আন্দোলন কী?
- ২৪. আইন কাঠামো অধ্যাদেশ বা খঋঙ কী?
- ২৫. মুক্তিযুদ্ধে বৃহৎশক্তিগুলোর ভূমিকা কী ছিল?
- ২৬. গণহত্যা বলতে কী বুঝ?
- ২৭. অপারেশন সার্চ লাইট কী?
- ২৮. স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে কি জানো?
- ২৯. বঙ্গবন্ধু হত্যার কারণ কী?
- ৩০. বঙ্গবন্ধু সরকারের সাফল্যসমূহ বর্ণনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলাদেশের অভুদয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
১.ইতিহাস শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ গ্রিক শব্দ।
২.আইন-ই-আকবরি গ্রন্থের লেখক কে?
উত্তরঃ আবুল ফজল ইবন মুবারক।
৩. বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?
উঃ ২৩০ টি। (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো”
বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে এবং
প্রতিটি নদীর একটি পরিচিতি নম্বর দিয়েছে। এর
ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর
সংখ্যা এখন ৪০৫টি।) আবার কোথাও কোথাও ৭০০ টি বলা হয়েছে।
৪.দ্বীজাতি তত্বের প্রদতা কে?
উত্তরঃ কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর।
৫. লাহর প্রস্তাব কত সালে উত্থাপিত হয কত সালে?
উত্তরঃ ১৯৪০ সালের ২৩ মার্চ
৬. ভারতের স্বাধীনতা আইন কত সালে পাশ হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে।
৭. আওমী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তরঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
৮. যুক্ত ফন্ডের দফা ছিল কয়টি?
উত্তরঃ ২১ দফা।
৯. কে কত সালে ৬ দফা প্রদান করেছিলেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে।
১০. আসাদ গেটের পূর্রের নাম কি?
উত্তরঃ আইয়ুব গেট।
১১. কত সালে কে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন?
উত্তরঃ- তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
১২. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ ১১ টি।
১৩. কত সালে কোন পত্রিকায় শেখ মুজিবুর রহমানকে “poet of politics” বলে উপাধি দেয়?
উত্তরঃ ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী ‘নিউজ উইক’ ম্যাগাজিনে।
১৪. পাকিস্তানে সর্বপ্রথম সাময়িক আইন জারি করেন কে?
উত্তরঃ ইস্কান্দার মির্জা।
১৫. ১৯৭০ সালের নির্বাচনে আওমেলীগ জাতীয় পরিষদে কত আসনে জয় লাভ করেন?
উত্তরঃ ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ টি আসনে জয় লাভ।
১৬. আখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রয়াস কত সালে গ্রহণ করা হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে।