জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও অনুপস্থিত আসলে করণীয় কি?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও অনুপস্থিত আসলে করণীয় কি? অনার্স , মাস্টার্স বা ডিগ্রী পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় অনেকেই পরীক্ষা দিয়েও রেজাল্টে অনুপস্থিত দেখায় এরকম পরিস্থিতিতে যা করণীয় নিম্নে দেয়া হলো।

পরীক্ষা দিয়েও অনুপস্থিত আসলে করণীয় কি? অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় উপস্থিত থেকেও অনেকের রেজাল্ট এবসেন্ট এসেছে এরকম পরিস্থিতিতে যে কলেজে (কেন্দ্র) পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে উপস্থিতি পত্রের ফটোকপি সহ নিজ কলেজের মাধ্যমে লিখিত অভিযোগ করুন। আশাকরি ১/২ মাসের মধ্যে ফলাফল সংশোধিত হবে।

যারা ইনকোর্স পরিক্ষা দেয় না তাদের অ্যাবসেন্ড আসতেই পারে। আবার অনেক সময় কলেজ থেকে ইনকোর্সের নাম্বার যদি না পাঠায় তাহলেও অ্যাবসেন্ড আসে। সেজন্য প্রতিটি বিষয়ে খেয়াল রাখা জরুরি। কোনো বোর্ড পরীক্ষায় একাধিক এবসেন্ট থাকলে সেই বর্ষ not promoted হবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ মার্ক কত?

উত্তর: সাধারণত আমারা জানি যে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা দুইভাবে নেয়া হয়ে থাকে একটা ইনকোর্স আর একটা লিখিত ইনকোর্স নেয়া হয়ে থাকে বছরের মাঝামাঝিতে যার মার্ক থাকে ২০ এবং এটা সম্পুর্ণ স্যারের নিজের ব্যাপার আপনাকে এই ২০ এর মধ্যে কত দিবেন তবে ২০ এর ভিতর ০৮ পেতে হবে নুন্যতম এবং লিখিত পরীক্ষায় ৮০ এর ভিতর ৩২ পেতে হবে অর্থাত মোট মিলে আপনাকে ৪০ পেতে হবে।

কয় সাবজেক্ট এ পাশ করলে পরবর্তী বর্ষে উঠা যাবে?

উত্তর: ৩ বিষয়ে ফেল থাকলে কোন সমস্যা নেই তবে এর অধিক বিষয়ে ফেল থাকলে আপনি নতুন বর্ষে উঠতে পারবেন না। এছাড়া মোট ৪টি বিষয়ে পাশ থাকতে হবে। পরীক্ষায় এবসেন্ট থাকলে

১টা পরীক্ষায় এবসেন্ট থাকলে কোন সমস্যা নেই নতুন বর্ষে উঠা যাবে তবে পরের বছর আবার ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং অনুপস্থিত ছাড়া অন্য কোন বিষয়ে যদি ফেইল আসে তবে কিন্ত প্রমোশন পাবেন না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply