জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি 2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষ এই ৪ বছরের ফলাফলের সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি 2023 নিয়ে এখানে আলোচনা করা হবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সিজিপিএ নির্ণয় করবেন। Procedure to Calculated honours 4th-year CGPA of National University 2022

সিজিপিএ নির্ণয়ের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টকে উক্ত বিষয়ের ক্রেডিট দ্বারা গুণ করে এ কোর্সে অর্জিত পয়েন্ট (EPS) নির্ধারণ করা হবে। উক্ত বছরে সকল বিষয়ে অর্জিত মোট পয়েন্টকে মোট অর্জিত ক্রেডিট দ্বারা ভাগ করে এক বছরের জিপিএ (GPA) নিরূপন করা হবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি

এভাবে সকল বছরে আর্জিত মোট (GPA) পয়েন্টসমূহকে যোগ করে এবং এর সাথে অর্জিত (TPS) পয়েন্ট যোগ করে মোট যোগফলকে সর্বমোট ক্রেডিট দ্বারা ভাগ করে সিজিপিএ (CGPA) নির্ধারণ করা হবে। D এর নীচে প্রাপ্ত গ্রেডের জন্য কোন ক্রেডিট অর্জিত হবে না এবং তা F (Fail) গ্রেভ বলে বিবেচিত হবে। F গ্রেড থেকে উচ্চতর গ্রেডে উন্নীত হলে অর্জিত ক্রেডিট CGPA গণনায় যুক্ত হবে।

চার বছরের সিজিপিএ নির্ণয় করার জন্য প্রথমে প্রতিটি বছরের অর্জিত পয়েন্ট বের করতে হবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে ১ বছরের অর্জিত পয়েন্ট বের করবেন এবং ৪ বছরের সিজিপিএ নির্ণয় করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম, ২য়, ৩য়, ৪র্থ এই ৪ বছরের রেজাল্ট এর সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি.

NU CGPA Calculator জাতীয় বিশ্ববিদ্যালয় সিজিপিএ ক্যালকুলেটর

এক বছরের মোট অর্জিত পয়েন্ট নির্ণয় করার পদ্ধতি 

কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রেজাল্ট ২০২২

উদাহরণ : বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিট :
A-= 3.50×4 =14 ;
B+=3.25×4=13;
A+=4.00×4 =16;
B+=3.25×4=13;
A-=3.50×4=14;
B+=3.25×4 =13;

সুতরাং মোট অর্জিত পয়েন্টস :
14+13+16+13+14+13=83

৪ বছরের CGPA নির্নয় করবেন যেভাবে

চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) ÷ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।

চার বছরের মোট অর্জিত পয়েন্ট: জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।

পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।

উদাহরণ: চার বছরের মোট অর্জিত পয়েন্টস : 83+85+81+79=328

পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট :
24+24+26+28=102

অতএব, মোট সিজিপিএ : 328÷102=3.21

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম

Mark Range Grade Point (GP) Letter Grade (LG) Division
80-100 4.00 A+ 1st class
75-79 3.75 A 1st class
70-74 3.50 A- 1st class
65-69 3.25 B+ 1st class
60-64 3.00 B 1st class
55-59 2.75 B- 2nd class
50-54 2.50 C+ 2nd class
45-49 2.25 C 2nd class
40-44 2.00 D 3rd class
0.39 0.00 Fail ——–
শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply