জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের মূল সনদ উত্তোলন করবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের মূল সনদ উত্তোলন করবেন যেভাবে এ বিষয়ে আজ আলোচনা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে অধিভুক্ত কলেজ থেকে উত্তর্ণ সকল শিক্ষার্থীদের মূল সনদ উত্তোলনের আবেদন অনলাইনে (http://103.113.200.36/PAMS/ ServiceLogin.aspx) গ্রহণ করা হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের মূল সনদ উত্তোলনের জন্য অন-লাইনে আবেদন করবেন যেভাবে 

• মুল সনদ প্রাপ্তির জন্য যথাযথভাবে আবেদন ফরমটি পূরণ করুন। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইটে পাওয়া যাবে।

• ২০০১ সালের পুর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিঃ কার্ড, প্রবেশপত্র ও সাময়িক সনদের স্ক্যানকৃত ফাইল (PDF)
আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তবে ২০০১ সাল বা এর পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুধু সাময়িক সনদের
স্ক্যানকৃত ফাইল (PDF) সংযুক্ত করলেই চলবে। আবেদনকারীকে তার ছবি স্ক্যান করে সংযুক্ত করতে
হবে।

• আবেদনকারীর নিজস্ব মােবাইল নাম্বার ও ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে।

• প্রত্যেকটি মুল সনদের জন্য পৃথক পৃথক আবেদন করতে হবে (যদি জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে একাধিক ডিগ্রি সম্পন্ন করে থাকেন)।

• আবেদনের ফি এর পে-স্লিপ ভাউনলােড করে নিকটস্ব সেনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি এর টাকা জমা
দেওয়া যাবে। এছাড়া সােনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কার্ড, মােবাইল ব্যাংকিং অথবা সােনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট অপশন ব্যবহার করে ফি জমা দেয়া যাবে। তবে যেভাবেই পেমেন্ট করুন না কেন অবেদনের সময় সফটওয়ারর উল্লিখিত ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন কারণ মুল সনদ
সংগ্রহের সময় এ ট্রানজেকশন আইডি প্রদর্শন করতে হবে।

• আবেদন করার ১৫ দিনের মধ্যে ফি জমা দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হয়ে যাবে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সক্রিয় হয়ে যাবে। মুল সনদ প্রস্তুত হওয়ার পর SMS এর সাধ্যমে জানানাে হবে। আবেদনকারী চাইলে সফটওয়্যার এ লগইন করেও আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আবেদনের হার্ডকপি জমা দেয়ার অন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোনাে প্রয়েজন নাই।

• মুল সনদ সংগ্রহের সময় সাময়িক সনদের মুল কপি ও ফি জমা দেওয়ার রশিদ অবশ্যই জমা দিতে হবে। সাময়িক সনদের মুল কপি ফেরৎ না দিলে মুল সনদ দেয়া হবে না।

• মুল সনদ সংগ্রহের স্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার । নিজের মুল সনদ নিজেই সংগ্রহ করুন। একান্ত অপারগ হলে সম্মতিপত্র (Authorization letter) সহ প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

আপনার আবেদনটি আমাদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। আপনার সেবাটি যথাযথভাবে প্রদান করতে আমরা আন্তরিকভাবে বদ্ধপরিকর। অহেতুুক কারাে মাধ্যমে যােগাযােগ না করে সঠিকভাবে নিজের আবেদন নিজই সম্পন্ন করুন, যেকোনা মিডিয়া বা এজেন্ট পরিহার করুন, আপনার প্রত্যাশার চেয়েও কম সময়ে সেবা প্রধানে আমরা বন্ধ পরিকর।

National University Original Certificate Application Form

National University Original Certificate Application Form

বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি কোন আবেদন করা যাবে না। আবেদন করার জন্য বা আবেদনের হার্ডকপি জমা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোনো প্রয়ােজন নাই। সার্ভিস গ্রহণে কোনাে সমস্যার সম্মুখীন হলে কর্তৃপক্ষের সাথে সরাসরি যােগাযােগ করুন। কারাে প্ররোচনায় কোনো ধরনের লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরােধ করা হলাে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের মূল সনদ উত্তোলন করবেন যেভাবে

Leave a Reply