জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

বিএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি

বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২১ সালের বি.এসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) চতুর্থ বর্ষ ৭ম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষা ০৭/০৩/২০২৩ তারিখে শুরু হয়ে ২৮/০৩/২০১৩ ইং তারিখে শেষ হবে। উক্ত পরীক্ষার অনলাইনে আন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকগণের বিল Data Entry করার নিয়মাবলী নিম্নরূপ :

সফটওয়্যার এর মাধ্যমে Practical Data Entry করার জন্য কলেজের নিজস্ব একটি Gmail Address থাকতে হবে। যেসব কলেজের Gmail Address রয়েছে সেটি দিয়েই Login করতে পারবেন। উল্লেখ্য, এখানে নতুন কোন User Name password প্রয়োজন নাই। Gmail এ Login করলে উক্ত সিস্টেমে প্রবেশ করা যাবে। অতঃপর Login করার জন্য বর্ণিত URL WebAddress: http://103.113.200.36 / PAMS / CollegeLogin.aspx ব্যবহার করুন।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩

• Login করার পর মেনু অপশন থেকে Practical Examiner Entry Option select করুন। তারপর Examiner এর তথ্যাবলী সংযুক্ত করতে হবে। Entry করার সময় কোন তথ্য ভুল হলে Delete পূর্বক পুনরায় সংযোজন করুন।

. Examiner এর তথ্য সন্নিবেশিত হওয়ার পর তা Confirm করতে হবে। Confirm করার পর কোন তথ্য পরিবর্তন করা যাবে না। সকল তথ্য Confirm করার পর Download Practical Examiner List মেনু অপশনব্যবহার পূর্বক Download করে প্রিন্টকপি অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিবেদন জনাব অসিত কুমার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) শাখায় প্রেরণ করতে হবে।

• বিল দাখিলের সময় বহিঃপরীক্ষক/অন্তঃপরীক্ষকগণের নাম / TMIS একই কেন্দ্রে দুইবার এন্ট্রি করতে পারবেন না। • বিল সংক্রান্ত যেকোন সমস্যার জন্য ০১৮৭২-২১৫৯১৪ নম্বরে যোগাযোগ করুন।

• উল্লেখ্য যে সমস্ত প্রতিষ্ঠান/ইনস্টিটিউট ২০২১ সালের বি.এসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার শিক্ষকদের বিল Data Entry করতে পারে নাই সে সমস্ত প্রতিষ্ঠান / ইনস্টিটিউট উপরোক্ত সময়ের মধ্যে Data Entry করতে পারেবে।

বিঃদ্রঃ ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র ও বিল প্রেরণের পর কোন প্রকার সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply