ভর্তি তথ্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বুয়েটের ওয়েবসাইট এ এক বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি

যে সকল ছাত্র-ছাত্রী ২০১৯ বা ২০২০ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অথবা ২০১৯ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষার সংশােধিত ফলাফল ২৫ এপ্রিল ২০২২ তারিখের পরে শিক্ষা বাের্ড থেকে প্রকাশিত হয়েছে অথবা GCE “O” লেভেল এবং GCE “A” লেভেল পরীক্ষার ফলাফল প্রাপ্ত হয়েছে, অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবে।

যে সকল ছাত্র-ছাত্রী ইতােপূর্বে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে অথবা অংশগ্রহণের যােগ্যতা অর্জন করেছে তারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যােগ্যতা

• প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড.থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সাটিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।

• প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৫.০০ এবং গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন.এই তিনটি বিষয়ে ৬০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৫৪২ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।

• যে সব প্রার্থী ২০১৯ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় তাদের সংশােধিত ফলাফল ৩ মে ২০২১ তারিখের পরে শিক্ষা বাের্ড থেকে প্রকাশিত হয়েছে, তাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজী ও বাংলা বিষয় পাঁচটির মােট জিপি.ন্যুনতম ২৫.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।

• সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে নিম্নে উল্লেখিত নির্ধারিত নম্বরের ভিত্তিতে বাছাই করে ১ম থেকে ২০,০০০ তম পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মােট নম্বর, গণিতে.প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসাবে বিবেচনা করা হবে। উল্লেখ্য যে, যেসব আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে না, তাদের আবেদনের সময় প্রদত্ত ফি হতে ২০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করে অবশিষ্ট অর্থ ফেরত দেয়া হবে।

• GCE “O” লেভেল এবং GCE “A” লেভেল পাশ করা প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE “O”.লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিসহ)-এর প্রতিটিতে কমপক্ষে B গ্রেড এবং GCE “A” লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ের প্রতিটিতে কমপক্ষে.A গ্রেড পেয়ে পাশ করতে হবে। ন্যূনতম যােগ্যতা পূরণসাপেক্ষে GCE “O” লেভেল এবং GCE “A” লেভেল পরীক্ষার ফলাফল প্রাপ্ত সকল সঠিক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।

• ন্যুনতম যােগ্যতা পূরণসাপেক্ষে ক্ষুদ্র জাতি গােষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ডে এবং ওয়েবসাইট (www.buet.ac.bd)-এ প্রকাশ করা হবে।

আরো পড়ুন- সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ও ভর্তি বিজ্ঞপ্তি

বুয়েটের আসন সংখ্যা

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গােষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগসমুহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মােট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমােট আসন সংখ্যা ১২৭৯ টি।

আবেদন করার নিয়ম

ভর্তির নির্দেশিকা (Prospectus) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.buet.ac.bd)-এ পাওয়া যাবে। ওয়েবসাইটে.প্রদত্ত নির্দেশনা মােতাবেক আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে Submit করতে হবে। Submit করা শেষে একটি Application Serial No, প্রদান করা হবে এবং পরবর্তীতে এই নম্বরের বিপরীতে শিওরক্যাশ, রকেট বা বিকাশ মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে। অতঃপর আবেদনটি চুড়ান্তভাবে দাখিল (Final Submit) করতে হবে।

প্রতিটি গ্রুপের জন্য প্রদেয় ফি-এর পরিমাণ নীচের ছকে উল্লেখ করা হলো

আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি

গ্রুপ ক: ইঞ্জিনিয়ারিং বিভাগসমুহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগঃ ১০০০/- (এক হাজার মাত্র)

গ্রুপ খ: ইঞ্জিনিয়ারিং বিভাগসমুহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগঃ ১২০০/- (এক হাজার দুইশত মাত্র)

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি শিওরক্যাশ, রকেট বা বিকাশ মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদানযােগ্য হবে। আবেদনের ফরম অনলাইনে পূরণ সংক্রান্ত যে কোন সহযােগিতার জন্য এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় শুক্রবার ব্যতীত যে কোন দিন যােগাযােগ করা যাবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

        

 

বুয়েট ভর্তি পরীক্ষার Admit Card সংগ্রহ

প্রাক-

আবেদনপত্র গ্রহণ, ভর্তি পরীক্ষা ইত্যাদির তারিখ ও সময়সূচী

• অনলাইনে আবেদনপত্র পূরণ ও submission শুরুঃ ১ মার্চ, ২০২৩, বুধবার সকাল ১০:০০ টা

• অনলাইনে আবেদনপত্র পূরণ ও submission শেষঃ ১২ মার্চ, ২০২৩ রবিবার বিকাল ৩:০০ মিনিট

• মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি প্রদান শেষঃ ১৩ মার্চ, ২০২৩, সোমবার বিকাল ৩:০০ মিনিট

•  E, T, S, R চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্টার অফিসের ভর্তি শাখায় জমা দেয়াঃ ২ মার্চ ২০২৩ থেকে ১৪ মার্চ ২০২৩, পর্যন্ত (শুক্রবার ব্যতীত) সকাল ১০:০০ টা – বিকাল ৩:০০ মিনিট

• ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখঃ ২৯ মার্চ ২০২৩

• প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষাঃ ২০ মে, ২০২৩,

• মূল ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখঃ ২৭ মে, ২০২৩

ভর্তি পরীক্ষাঃ ১০ জুন, ২০২৩,

ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচী BUET-এর নােটিশ বাের্ডে ও ওয়েবসাইটে যথাসময়ে জানানাে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ

• ১২ মার্চ, ২০২৩ বিকাল ৩:০০ মিনিটের পর অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু করা যাবে না এবং।ঐদিনই বিকাল ৫:৩০ মিনিটে অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে। এর পর থেকে অনলাইনে আর কোন আবেদনপত্র submit করা যাবে না।

• প্রাক নির্বাচনী পরীক্ষায় ক ও খ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের mcq type পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% কেটে নেওয়া হবে৷

• মডিউল A এবং মডিউল B এর প্রতিটি বিষয়ের সকল প্রশ্ন ও মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে। কোন বিষয়ে MCQ Type প্রশ্ন থাকবে না।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group