জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

সুফিবাদ এবং প্রধান প্রধান সুফি ও তাদের অবদান: ২৩১৮০৭ প্রিমিয়াম সাজেশন অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪ বিভাগঃ ইসলামিক স্টাডিজ

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪
বিভাগঃ ইসলামিক স্টাডিজ
(সুফিবাদ এবং প্রধান প্রধান সুফি ও তাদের অবদান: ২৩১৮০৭)
প্রিমিয়াম সাজেশন

ক বিভাগ

কে প্রথম সুফি হিসেবে খ্যাত হন?
উত্তর: হযরত হাসান আল বসরী (রহ.)।

ফানা অর্থ কী?
উত্তর: বিলীন বা লয় হওয়া, আত্মত্যাগ করা।

ইমাম গাযালির বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর: ইমাম আল গাযালি (রহ.) রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ
এহইয়াউল উলুমুদ্দীন।

হযরত শাহজালাল (রহ.) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ইয়েমেনে জন্মগ্রহণ করেন।

হযরত শাহ্ আমানত কোথায় ইসলাম প্রচার করেন?
উত্তর: হযরত আমানত শাহ (রহ.) চট্টগ্রামে ইসলাম প্রচার করেন।

সুফি সাধনার সর্বোচ্চ স্তর কী?
উত্তর: সুফি সাধনার সর্বোচ্চ স্তর হলো- ফানা ও বাকা।

বাংলাদেশে আগত প্রথম সুফি কে?
উত্তর: হযরত বায়েজীদ বোস্তামী (রহ.)।

‘ফানার’ স্তরগুলো কী কী?
উত্তর: ‘ফানার’ স্তরগুলো হচ্ছে- ফানা ফিশ শায়খ, ফানা ফির রাসূল ও ফানা ফিল্লাহ।

‘বাকা’ কী?
উত্তর: সুফি সাধনার সর্বোচ্চ স্তর। সকল মানবিক ত্রুটিমুক্ত অবস্থায় পরত্মার দিদার লাভই বাকা।

‘রিফাইয়া’ তরিকার প্রবর্তক কে?
উত্তর: আহমাদুর রিফাই।

ইমাম আল গাযালির রচিত গ্রন্থ সংখ্যা কত?
উত্তর: প্রায় আশিটি।

মুজাদ্দেদিয়া তরিকার প্রবর্তক কে?
উত্তর: শায়খ আহমদ সিরহিন্দী বা মুজাদ্দিদে আলফে সানী (রহ.)।

‘মারেফাত’ কী?
উত্তর: মারেফাত অর্থ পরিচিত। মারেফত আধ্যাত্মিক আলোকের স্তর। এ স্তরে সুফি সাধকের কলব আধ্যাত্মিক আলোকিত হয়। তিনি বস্তুর নিগূঢ় অর্থ উপলব্ধি করতে পারেন।

‘তাসাউফ’ শব্দের অর্থ কী?
উত্তর: সুফিবাদ, অধ্যাত্মবাদ ও আধ্যাত্মিকতা।

‘তাজকিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘তাজকিয়া’ শব্দের অর্থ আত্মশুদ্ধি অর্জন করা।

স্পেনের প্রথম সুফি কে?
উত্তর: মহিউদ্দীন ইবনুল আরাবী (রহ.)।

মহিউদ্দীন ইবনুল আরাবী কে?
উত্তর : মহিউদ্দীন ইবনুল আরাবী তিনি স্পেনের প্রথম সুফি হিসেবে খ্যাত।

‘মাক্তবাত’ গ্রন্থের লেখক কে?উত্তর: হজরত শরফুদ্দীন ইয়াহইয়া মুনায়বী (রহ.)।

ষাট গম্বুজ মসজিদের মোট গম্বুজ কতটি?
উত্তর: ষাট গম্বুজ মসজিদের মোট গম্বুজ ৮১ টি।

‘ফরায়েজী’ আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উত্তর: ‘ফরায়েজী’ আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরিয়তুল্লাহ (রহ.)।

‘হুজ্জাতুল ইসলাম’ কার উপাধি?
উত্তর: ইমাম আল-গাযালি (রহ.) এর।

মুর্শিদ অর্থ কী?
উত্তর: ‘মুর্শিদ’ অর্থ পথ প্রদর্শনকারী।

হযরত শাহ্ ফরিদুদ্দীন কোথায় ইসলাম প্রচার করেন?
উত্তর: ফরিদপুর জেলায়।

খ-বিভাগ

সুফিবাদের প্রয়োজনীয়তা কী? ৯০%

তরিকা বলতে কী বুঝ? আলোচনা কর।৯০%

সুফীবাদের প্রধান উৎস সম্পর্কে আলোচনা কর। ১০০%

‘আহলুস সুফফা’ কারা? ৯৯%

মসনবী এর বিষয়বস্তু বর্ণনা কর। ৯৯%

ফানা ও নির্বাণের মধ্যকার চারটি পার্থক্য লেখ। ৯০%

হযরত খানজাহান আলী (রহ.) এর পরিচয় দাও। ১০০%

হযরত আবু বকর সিদ্দিকী (ফুরফুরা) (রহ.) কে ছিলেন? ইসলামি শিক্ষাবিস্তারে তার অবদান লিখ। ৯০%

ফরায়েজি আন্দোলন কী? ফরায়েজি আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য লিখ।৯০%

কারামত আলী জৈনপুরী (রহ.) সম্পর্কে কী জান? সুফিবাদে তাঁর অবদান আলোচনা কর। ১০০%

হযরত হাসান বসরী (রহ) এর সংক্ষিপ্ত জীবনী এবং সুফিবাদে তাঁর অবদান আলোচনা কর। ৯৯%

নিজামুউদ্দীন আউলিয়া কে ছিলেন?৯৯%

হযরত যুননুন মিসরী (রহ) সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৯০%

গ বিভাগ

সুফি দর্শনে ‘আত্মতত্ত্ব’ সম্পর্কে আলোচনা কর। ১০০%

সুফিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। ৯৯%

হযরত হাসান বসরি (রহ.) সম্পর্কে কি জান? ৯০%

সুফিবাদে হযরত মনসুর হাল্লাজ (রহ.)-এর অবদান উল্লেখ কর। ৯৯%

হযরত বায়েজীদ বোস্তামী (রহ) কে ছিলেন? সুফীবাদে তাঁর অবদান আলোচনা কর। ৯৯%

হযরতা শাহ জালাল (রহ) এর সংক্ষিপ্ত জীবনী লেখ এবং বাংলাদেশে ইসলাম প্রচারে তাঁর অবদান আলোচনা কর। ৯৯%

সুফীবাদের জনক কে? সূফীবাদে তাঁর অবদান আলোচনা কর। ১০০%

হযরত খাজা মাঈন উদ্দিন চিশতি (রহ) কে? ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে তাঁর অবদান আলোচনা কর। ৯০%

ইমাম গাযালী (রহ) কে ছিলেন? সুফীবাদে তাঁর অবদান মূল্যায়ন কর। ৯৯%

হযরত জুনায়েদ আল-বাগদাদী (রহ) এর জীবন ও দর্শন আলোচনা কর। ৯৯%

হযরত যুননুন মিশরী (রহ.) সম্পর্কে কী জান? সুফিবাদে তাঁর অবদান মূল্যায়ন কর। ১০০%

হযরত শরফুদ্দিন আবু তাওয়ামা (রহ.) এর জীবন ও দর্শন আলোচনা কর।৯৯%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

করোনার মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় অধিভুক্ত কিছু কলেজে স্টুডিও বানাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাতে করোনা পরবর্তী সময়েও এই স্টুডিও থেকে অনলাইনে পাঠদান অব্যাহত রাখা যায়। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তৃতায় এই ঘোষণা দেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

অনলাইনে অনুষ্ঠিত অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ ২০২০-২০২১ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৫৬ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকার বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক অনুমোদিত হয়।

উপাচার্য বলেন,চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আমরা বেশকিছু কলেজকে আধুনিক তথ্য-প্রযুক্তি দ্বারা সজ্জিত করে স্টুডিও প্রতিষ্ঠা করবো। কারোনাকালীন পরিস্থিতির অবসান হলেও আমরা তথ্য-প্রযুক্তির মাধ্যমে পাঠদান অব্যাহত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিচালনা ব্যবস্থায় এটা হবে একটি অবিচ্ছেদ্য অংশ।

অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় স্টুডিও বানাবে জাতীয় বিশ্ববিদ্যালয়

তিনি আরো বলেন, করোনা আজ বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটি এখন মানব জাতির অস্তিত্বের প্রতি হুমকি স্বরুপ দাঁড়িয়েছে। এরপরও আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। বর্তমান পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

এ অধিবেশনে ঝুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, অ্যারোমা দত্ত এমপি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমদ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির প্রমুখ। National University authorities will set up studios in some of the affiliated colleges to conduct online education activities in Corona

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply