এয়ারটেল থেকে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার Airtel to Airtel Balance Transfer
এয়ারটেল থেকে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার Airtel to Airtel Balance Transfer এয়ারটেল গ্রাহকরা যেকোনো সময়ে, যেকোনো স্থান হতে এয়ারটেল থেকে এয়ারটেল নম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
এয়ারটেল থেকে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার Airtel to Airtel Balance Transfer
লেনদেনের জন্য গ্রাহকরা টাইপ করুন BTR XXXX (PIN – ঐচ্ছিক) 016XXXXXXXX (গ্রাহকের মোবাইল নম্বার) ১০০ (টাকার পরিমাণ) এবং পাঠিয়ে দিন ১০০০ নম্বারে।
গ্রাহক যদি PIN ভুলে যান তবে PIN এর জন্য রিকোয়েস্ট করতে টাইপ করুন PIN এবং এসএমএস পাঠিয়ে দিন ১০০০ নম্বারে।
PIN এর জন্য রিকোয়েস্টঃ টাইপ করুন PIN এবং পাঠিয়ে দিন ১০০০ নম্বারে
PIN এনাবল করতেঃ টাইপ করুন PIN এবং পাঠিয়ে দিন ১০০০ নম্বারে
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন আনোয়ারুল ইসলাম।
স্কুল-কলেজ খোলা ও পরীক্ষা নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি-না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এগুলো এখন করোনার লেটেস্ট যে সার্কুলার তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছি। কারণ এখন আর সেন্ট্রালি এত বড় এমবার্গো দেওয়ার মতো অবস্থা নেই। সেজন্য গত ১০-১২ দিন আগে জার্মানিতে কথা বললাম তারা সব ওপেন করে দিচ্ছে। যদিও ধরা পড়ছে। কিন্তু কী করবে, কতদিন আর বন্ধ রাখা যাবে। এজন্য আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর দিয়ে দিয়েছি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা (শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) আলাদা চিন্তা-ভাবনা (শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে) করছে, কীভাবে করা যায়। কওমি মাদ্রাসা খুলে দেয়া হয়েছে।’
করোনা মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় সংসদ টিভি, বেতার ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষাও স্থগিত রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।
Jagonews24