শিক্ষা নিউজ

এসএসসির বাংলা প্রথম পত্র সিলেবাস

এসএসসির বাংলা প্রথম পত্র সিলেবাস এসএসসির বাংলা প্রথম পত্র সিলেবাস SSC Bengali 1st Paper Syllabus 2022 অনুসারে

বাংলা প্রথম পত্র এসএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস

 

কাকতাড়ুয়া

সেলিনা হোসেন

জ্ঞানস্তরের প্রশ্নোত্তর

 

১।    দিনের আলো আর রাতের আঁধার কার কাছে দুটিই সমান?

উত্তর : দিনের আলো আর রাতের আঁধার বুধার কাছে দুটিই সমান।

২।    কার কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান?

উত্তর : বুধার কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান।

৩।    ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পথ কাকে ডাকে?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পথ বুধাকে ডাকে।

৪।    ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কাকে কেউ বুঝতে পারে না?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধাকে কেউ বুঝতে পারে না।

৫।    ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে দিন যাপনে কার কোনো কষ্ট নেই?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে দিন যাপনে বুধার কোনো কষ্ট নেই।

৬।    অনেক রাতে ঘুম ভাঙলে বুধা মাথার ওপরে কী দেখতে পায়?

উত্তর : অনেক রাতে ঘুম ভাঙলে বুধা মাথার ওপরে তারা ভরা আকাশটা দেখতে পায়।

৭।    ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে নেড়ি কুকুরটা কার গা চেটে দেয়?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে নেড়ি কুকুরটা বুধার গা চেটে দেয়।

৮।    ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে চায়ের দোকানে কাজ করে দিলে বুধার কী জোটে?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে চায়ের দোকানে কাজ করে দিলে বুধার চা-বিস্কুট জোটে।

৯।    বিয়েবাড়ি হলে বুধা পেটপুরে কী পায়?

উত্তর : বিয়েবাড়ি হলে বুধা পেটপুরে ভাত-মাংস পায়।

১০।   ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছোটবেলায় কে ভূতের গল্প শোনেনি?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছোটবেলায় বুধা ভূতের গল্প শোনেনি।

১১।   ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কে নিজের নিয়মে বড় হয়েছে?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত নিজের নিয়মে বড় হয়েছে বুধা।

১২।   বুধার মতে, যার ঘর নেই চারদিকে তার কী থাকে?

উত্তর : বুধার মতে যার ঘর নেই চারদিকে তার সোনার ঘর থাকে।

১৩।   ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে গান ভীষণ প্রিয় কার?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে গান ভীষণ প্রিয় বুধার।

১৪।   বুধার কয়টি ভাই-বোন ছিল?

উত্তর : বুধার চারটি ভাই-বোন ছিল।

১৫।   দুঃখকে বুধা কী ভাবে?

উত্তর : দুঃখকে বুধা শকুন ভাবে।

১৬।   মোচড়াতে মোচড়াতে কার চোখের মণি স্থির হয়ে যায়?

উত্তর : মোচড়াতে মোচড়াতে বুধার বাবার চোখের মণি স্থির হয়ে যায়।

১৭।   মৃত্যুর সময় তিনুর বয়স কত ছিল?

উত্তর : মৃত্যুর সময় তিনুর বয়স দেড় বছর ছিল।

১৮।   বুধা কার গায়ে হাত দিয়ে শিউরে ওঠে?

উত্তর : বুধা তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে।

১৯।   তিনু কার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত?

উত্তর : তিনু বুধার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত।

২০।   কার হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে?

উত্তর : বিনুর হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।

২১।   ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা কী দেখে?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা মৃত্যু দেখে।

২২।   ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কিসে?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কলেরার মহামারিতে।

২৩।   কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে কে?

উত্তর : কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বুধা।

২৪।   বুধার কানের পাশ দিয়ে কী উড়ে যায়?

উত্তর : বুধার কানের পাশ দিয়ে বোলতা উড়ে যায়।

২৫।   বুধাকে কামাই করতে বলে কে?

উত্তর : বুধাকে কামাই করতে বলে তার চাচি।

২৬।   ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার রোজগার নেই?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধার চাচার রোজগার নেই।

২৭।   বুধার চাচাতো ভাই-বোন কয়জন?

উত্তর : বুধার চাচাতো ভাই-বোন আটজন।

২৮।   ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার চোখ লাল হয়ে যায়?

উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধার চোখ লাল হয়ে যায়।

২৯।   চাচির কাছে বুধাকে কখন মুরব্বির মতো মনে হয়?

উত্তর : বুধার চোখ যখন লাল হয়ে যায় তখন চাচির কাছে মুরব্বির মতো মনে হয়।

৩০।   বুধার চাচাতো বোনের নাম কী?

উত্তর : বুধার চাচাতো বোনের নাম কুন্তি।

৩১।   বুধা কুন্তিকে কোন সময় ভীষণ ভালোভাবে আসার কথা বলেছিল?

উত্তর : বুধা কুন্তিকে তার বিয়ের সময় ভীষণ ভালোভাবে আসার কথা বলেছিল।

৩২।   নোলক বুয়া বুধাকে কী নামে ডাকত?

উত্তর : নোলক বুয়া বুধাকে ছন্নছাড়া নামে ডাকত।

৩৩।   গাঁয়ের লোক বুধার কী নাম দিয়েছে?

উত্তর : গাঁয়ের লোক বুধার নাম দিয়েছে কাকতাড়ুয়া।

৩৪।   কুন্তি কে?

উত্তর : কুন্তি বুধার চাচাতো বোন।

৩৫।   বুধা কার কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল?

উত্তর : বুধা হাবিবের কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল।

৩৬।   হরিকাকু বুধাকে কী নামে ডাকত?

উত্তর : হরিকাকু বুধাকে মানিক-রতন নামে ডাকত।

৩৭।   বুধাকে কে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল?

উত্তর : বুধাকে রানি কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল।

৩৮।   কাদের ভাষা বুধা বুঝতে পারে না?

উত্তর : মিলিটারিদের ভাষা বুধা বুঝতে পারে না।

৩৯।   গাঁয়ে কারা কিয়ামত ঘটিয়ে চলে যায়?

উত্তর : গাঁয়ে মিলিটারিরা কিয়ামত ঘটিয়ে চলে যায়।

৪০।   বুধা কোথায় বসে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল?

উত্তর : বুধা বঙ্গবন্ধুর ভাষণ কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে শুনেছিল।

Bangla First Paper Syllabus of SSC Bangla First Paper SSC Bangla First Paper SSC Preparation: Rearranged Syllabus

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply