শিক্ষা নিউজ

হাওরের ছেলেরা ঘরে বসে ইন্টারনেটে ডলার আয় করছে: মোস্তাফা জব্বার

এখন হাওরের ছেলে-মেয়েরা ঘরে বসে ইন্টারনেটে ডলার আয় করতে পারছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, এখন হাওরের ছেলে-মেয়েরা ঘরে বসে ইন্টারনেটে ডলার আয় করতে পারছে। হাইস্কুল, কলেজ পড়ার জন্য ২০ কিলোমিটার পথ আর পায়ে হেঁটে পাড়ি দিতে হয় না। অথচ মাত্র একদশক আগেও হাওরবাসী তাদের দুর্ভোগ লাগবে সরকারের সহযোগিতা পাবে তা চিন্তাও করতে পারেনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে হাওরের প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত বিদেশে রফতানি যোগ্য ডিজিটাল প্রযুক্তি শিল্পের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, হাওর, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে কাজ করছে। কাউকে বাদ রেখে নয়, উন্নয়নে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে জ্ঞানভিত্তিক একটি ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন।

হাওরের ছেলেরা ঘরে বসে ইন্টারনেটে ডলার আয় করছে: মোস্তাফা জব্বার

সুনামগঞ্জ জেলার ধর্মপাশার প্রত্যন্ত এলাকার আহমেদপুর গ্রামে অ্যাডভান্স অ্যাপ, বাংলাদেশ নামে ডিজিটাল প্রযুক্তি শিল্পে ৪৮ জন তথ্যপ্রযুক্তি প্রকৌশলী ও প্রোগ্রামার কাজ করছেন। এখান থেকে উৎপাদিত সফটওয়্যারসহ ডিজিটাল পণ্য ও সেবা বিদেশে রফতানি করা হবে। অনুষ্ঠানে মন্ত্রীরা প্রত্যন্ত হাওরে একটি সফটওয়্যার ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার বিষয়টিকে ডিজিটাল বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা হিসেবে আখ্যায়িত করেন।
বাংলা ট্রিবিউন রিপোর্ট

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply