শিক্ষা খবরশিক্ষা নিউজ

শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ ২০২৪ ছেলেদের ও মেয়েদের

শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ ২০২৪ ছেলেদের ও মেয়েদের

আবেগী ফেসবুক আইডির নাম

ভুলের সাথে বসত আমার
কষ্টের স্মৃতি ভুলবো কিভাবে এই অবেলায়?
তোমার জন্য এই পরাধীনতা
তবে কি সুখে আছো?
পড়েছি প্রমে প্রথম দেখায়
আনমন এই দিল তোমায় খুঁজে
হ্দয়ও পিন্জিরার পোষা পাখি
দুঃখ কেন এই অবেলায়?
কষ্টের কবি
চলে যাও অবেলায়
ভালোবেসেছো তো মরেছো

স্টাইলিশ ফেসবুক আইডির নাম

স্টাইলিশ ফেসবুক আইডির নাম ইংরেজিতে
Tëra Dïwãñã
†hê £ïgh†êr
ⓐⓛⓞⓝⓔ
ⓛⓞⓥⓔⓡ
ⓣⓗⓔ ⓕⓘⓖⓗⓣⓔⓡ
κïηg ⊕ƒ κïηgpērfē¢t
Ş๓໐kēr
PΣЯFΣᄃƬ ƧMӨKΣЯ
🅂🄸🄻🄴🄽🅃 🄺🄸🄻🄻🄴🅁
₴₮ɎⱠł₴Ⱨ ₱ɄⱠ₳
έķ νίĻĻάίή
вяαη∂ε∂ кαмιηα
ђคгค๓кђ๏г
ℓιғε αη∂ мυsιc

সুন্দর সুন্দর ফেসবুক আইডির নাম
কষ্ট কেন ভালোবাসায়?
কষ্টময় ভালোবাসা
ক্লান্ত জীবনপথ
সুখের জিবনের কস্ট
জিবনটা বেদনা
মনের কষ্ট
অনুভূতির কষ্ট
নীল কষ্ট
ভালোবাসার কষ্ট
অলিখিত কষ্ট
অন্ধকারছন্ন জীবন
একলা পথিক
জীবনটাই অন্ধকার
আমি ভালো নাই
সাথীহারা বেদনা

স্টাইলিশ ফেসবুক আইডির নাম মেয়েদের
আজও মনে পড়ে,
পারুল বেনু,
মেঘলা আকাশ,
মায়াপরী,
ভালোবাসি তোমায়,
আজও মনে পড়ে স্মৃতি,
অভিমানী আকাশ,
জিবনের আয়না,
দুপুরের সেই কালো মেঘ,
আকাশ কেন মেঘলা,
বেদের মেয়ে জোৎস্না,
গরিবের মেয়ে,
শিমুল জাহান,
বৃষ্টি তাসলিম
তাসলিমা নাসরিন
ঈপ্সিতা শর্মা
ঈপ্সিতা খান
আকাশ কেনো মেঘলা,
মৌটুসী,
মৌটুপী,
কাজের মেয়ে রোকেয়া,
ভালোবাসা কেন অসহায়,

স্টাইলিশ ফেসবুক আইডির নাম ছেলেদের
ডাইরির পাতা
প্রিন্স মিরাজ
মুশফিকুর রাহিম
স্বপ্নীল খান
মোহাম্মদ ইবনে সালমান
চৌধুরী সাহেব
ঢাকাইয়া নবাব
সিলেটি নবাব
বাদশা সুলেমান
গরিবের প্রিন্স
অনুপ্রেরণা হীন জীবন
বাঁচতে পারবো না
বাপ্পারাজ
নেশা
গরিবের জীবন
মধ্যবিত্ত
হারিয়ে যাবো নীলিমায়
গোধূলির আলো
সন্ধ্যা তারা
সত্যের পথে আহবান
নীল আকাশ
রোদেলা আকাশ
শেষ পর্যন্ত
মিথ্যা ডাইরি
ইবনে সিনা হা

ছেলেদের ফেসবুক আইডির নাম /ছেলেদের ইসলামিক ফেসবুক আইডির নাম

আমি বীর
মুক্ত সেনিক
জগদ্বাসী
প্রবল আত্নবিশ্বাসী
ক্ষুদিরাম
ক্যাটনিস
আব্রাহাম লিঙ্কন
তালপাতার সেপাই
হিটলার
বিদ্রোহী লেখক
বিদ্রোহী নজরুল
বিদ্রোহী কলম
সুর তুল একতালে
মুক্ত বাতাসের খুজ

হোয়াটসঅ্যাপের ডিলিট
হোয়াটসঅ্যাপের ডিলিট

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীতে শিক্ষার্থীদের হাত ধোয়ার সুবিধা নিশ্চিত করে স্কুল খুলতে হবে। বুধবার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘হ তে হাত ধোয়া, সুরক্ষিত হাতে সুরক্ষিত দেশ’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

আরো পড়ুন- শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে স্কুল বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস হচ্ছে এবং সেখানে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও হাত ধোয়ার অভ্যাস নিয়মিতভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী বছর সরকার শিক্ষার্থীদের নতুন যে বই সরবরাহ করবে সেখানেও হাত ধোয়াসহ পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয় সম্পৃক্ত করা হয়েছে।

ডা. দীপু মনি বলেন, ডায়রিয়া ও শিশুদের কৃমি নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে টয়লেট ব্যবহারের পরে ও খাবার আগে হাত ধোয়ার প্রচার চালানো হচ্ছে এবং তার সুফলও পাওয়া গেছে। সারাবিশ্বে এ বিষয়ে বাংলাদেশ সুনাম অর্জন করেছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোয়ার গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, হাত ধোয়াসহ অন্যান্য পরিস্কার-পরিচ্ছন্নতার উপকারিতা জানা থাকলেও ব্যবহারে অভ্যস্ততা অনেকের নেই। এই অভ্যস্ততা সৃষ্টির জন্য প্রচার দরকার। জ্ঞান ও অভ্যস্ততার মধ্যে যোগসূত্র সৃষ্টি করতে হবে। শিশুরা কিছু শিখলে তা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। তিনি পকেটে বা ব্যাগে বহন করা যায় এবং অতিদরিদ্র লোকরা কিনতে পারে এমন দামে সাবান বাজারজাত করার জন্য সাবান প্রস্তুতকারী কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply