শিক্ষা নিউজ

টর্ট আইন

টর্ট আইন

ড্যামনাম সাইন ইনজুরিয়া (Damnum Sine Injuria):

মূলনীতিঃ বিবাদী যদি বাদীর আইনগত ক্ষতি না করে প্রকৃত ক্ষতি করে, তাহলে বিবাদী এক্ষেত্রে দায়ী হবে না। তার মানে বাদী এক্ষেত্রে দেওয়ানী আদালতে মামলা দায়ের করে বিবাদীর বিরুদ্ধে কোন প্রতিকার পাবে না।

বিখ্যাত মামলাঃ ১৪১০ সালে Gloucester Grammar School Case এর মাধ্যমে এই নীতিটি প্রতিষ্ঠিত হয়। এই মামলার ঘটনাটি ছিল, একজন স্কুল শিক্ষক প্রতিদ্বন্দ্বী গ্রামার স্কুলের সামনে আরেকটি স্কুল স্হাপন করে।স্কুল স্হাপন করে কম বেতনে ছাত্র ভর্তি করান। যার কারণে বাদীর স্কুল হতে ছাত্ররা বিবাদীর স্কুলে চলে যেতে থাকে। তাতে করে বাদীর স্কুলে ছাত্র সংখ্যা কমে যায় এবং বাদীর যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। কিন্তু বিবাদীর আইনসম্মতভাবে একটি প্রতিষ্ঠান চালানোর বৈধ অধিকার আছে। তাই এক্ষেত্রে বাদী মামলা দায়ের করে কোন প্রতিকার পায়নি। কারণ এখানে বাদীর প্রকৃত ক্ষতি হয়েছে কিন্তু কোন আইনগত ক্ষতি সাধিত হয়নি।

ইনজুরিয়া সাইন ড্যামনো (Injuria Sine Damno):

মূলনীতিঃ বিবাদী যদি বাদীর প্রকৃত ক্ষতি না করে আইনগত ক্ষতি করে, তাহলে বিবাদী দায়ী হবে। তার মানে বাদী বিবাদীর বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা দায়ের করে প্রতিকার পাবে।

বিখ্যাত মামলাঃ ১৭০৩ সালের Ashby v. White মামলায় এই নীতিটি প্রতিষ্ঠিত হয়। এই মামলায় বিবাদী ছিলেন একজন রিটার্নিং অফিসার। বাদী ভোট দিতে গেলে রিটার্নিং অফিসার তাতে বাধা দেন। বাদী যার পক্ষে ভোট দিতে গিয়েছিলেন তিনি বাদীর ভোট ছাড়াই জয়লাভ করেছিলেন। তাই বাদীর ভোট দিতে না পারার কারণে প্রকৃত কোন ক্ষতি সাধিত হয়নি। তবে তাতে বাদীর আইনগত ক্ষতি হয়েছে। তাই আদালতের রায় বাদীর অনুকূলে যায়।

টর্ট আইন (Law of Tort) কি?

সৌজন্যেঃ প্যারামাউন্ট ল সহায়িকা

মোঃ শরিফুল ইসলাম

লেকচারার গাজীপুর সেন্ট্রাল ল কলেজ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply