স্বাধীনতা দিবস সম্পর্কে ১০ টি বাক্য
স্বাধীনতা দিবস সম্পর্কে ১০ টি বাক্য
১. ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস।
২. ১৯৭১ সালে এই দিনে আমরা পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা অর্জন করি।
৩. দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা পাই।
৪. এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন হারিয়েছেন।
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের অমর নেতা।
৬. স্বাধীনতা দিবস আমাদের জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন।
৭. এই দিনে আমরা জাতির জনক ও শহীদদের স্মরণ করি।
৮. স্বাধীনতার জন্য তাদের ত্যাগ ও আত্মত্যাগ কখনো ভোলা যাবে না।
৯. আমাদের সকলের উচিত দেশকে ভালোবাসা এবং দেশের জন্য কাজ করা।
১০. আসুন আমরা সকলে মিলে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি।

স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্কুল বন্ধের এই সময়ে ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের। রোববার (১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের মতো মানুষ হবে। নিজেদের উপযুক্ত মানুহ হিসেবে গড়ে তুলবে, শিক্ষার্থীদের ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আমি জানি করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এটা যে কোনো শিশুর জন্য কষ্টকর। হয়তো এসব অবস্থা থাকবে না। আমি তাদের বলব, ঘরে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। ঘরে বসে পড়াশোনা করা, যে যা করতে পারে সেটাও তাদের করতে হবে। যেন যখন স্কুল খুলে তখন তারা আবার সবকিছুই করতে পারে।
তিনি আরও বলেন, আমি অভিভাবকদের বলব, যার যার নিজের ছেলেমেয়ের অন্যান্য এক্সারসাইজ ও খেলার ব্যবস্থা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই যেন সুরক্ষা মেনে চলেন।
এ সময় তিনি লাইভে কেন মাস্ক পরে নেই সে ব্যাপারে বলেন, আমি হয়তো মাস্ক পরে বলছি না, কারণ আমার এখানে কেউ নেই। যারা আছে তারা অনেক দূরে। আবার বেশি লোক থাকলে আমিও সেখানে মাস্ক পরি। সবাইকে বলব, যেখানে মানুষ বেশি সেখানে মাস্ক পরে থাকতে হবে। শরীরের প্রতি যত্ন নিতে হবে।
এর আগে, ‘শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের ভালোবাসা (শেখ রাসেলের জীবন সম্পর্কিত বই)’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া শেখ রাসেলের ম্যুরাল উন্মোচন এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ‘শহীদ শেখ রাসেল’ ভবনের উদ্বোধন করেন।
তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কার্যক্রম নিয়ে একটি ভিডিও দেখেন, ‘স্মৃতির পাতায় শেখ রাসেল’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন, এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্তদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন এবং দরিদ্র ও মেধাবীদের মধ্যে উপবৃত্তি ও ল্যাপটপ বিতরণ করেন।