শিক্ষা খবরশিক্ষা নিউজ

মাদরাসার শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ

মাদরাসা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে মূল্যায়ন নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। মাদরাসা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট দেখুন এখানেই।

আরো পড়ুন- কারিগরির শিক্ষার্থীদের সিলেবাস ও অ্যাসাইনমেন্ট

মাদরাসা শিক্ষার্থীদের জন্য ৩০ কর্মদিনের সংক্ষিপ্ত সিলেবাসে মূল্যায়ন নির্দেশনা এবং ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। একই সঙ্গে, শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলোর সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। মাধ্যমিকের সঙ্গে মিল থাকা বিষয়গুলোর যেমন বাংলা, ইংরেজি ইত্যাদি ক্ষেত্রে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্রকাশিত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট অনুসরণ করতে হবে মাদরাসা শিক্ষার্থীদের।

মাদরাসা শিক্ষা অধিদফতর বলেছে, নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। একই সঙ্গে, মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে মাদরাসাগুলোকে। এ সময় শিক্ষার্থীদের কোনো প্রকার পরীক্ষা বা বাড়ির কাজ দিতে নিষেধ করা হয়েছে।

বার্ষিক পরীক্ষা ছাড়াই সব ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হচ্ছেন। অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখন ফল অর্জনে পদক্ষেপ নিতে মাদরাসাগুলোকে বলা হয়েছে।

মাদরাসা শিক্ষার্থীদের সিলেবাস ও অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন

মাধ্যমিকের মতোই মাদরাসার শিক্ষার্থীদের ‘অতি উত্তম’, ‘উত্তম’, ‘ভালো’ ও ‘অগ্রগতি প্রয়োজন’ ইত্যাদি মন্তব্যের মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের।

আরো পড়ুন- মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া ও নেয়ার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। একই সঙ্গে, মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী এ অ্যাসাইনমেন্ট করতে অর্থনৈতিক চাপের মুখে যেন না পড়ে, সে বিষয়েও নজর রাখতে বলা হয়েছে ডিসিদের।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply