শিক্ষা নিউজ

শিক্ষার অগ্রগতি যত বেশি হবে, ততই দারিদ্র্য, কুসংস্কার কমবে

দারিদ্র্য বিমোচন সরকারের প্রধান কাজ জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ জন্য কাজ করছে। কিন্তু এটা মুখে বললেই হবে না। এ জন্য কিছু তরিকা ও কৌশল আছে। মূল তরিকা হলো শিক্ষা। শিক্ষা মানুষের মনের দুয়ার খুলে দেয়, আলোকিত করে। শিক্ষার অগ্রগতি যত বেশি হবে, ততই দারিদ্র্য, কুসংস্কার কমবে।

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকার জামেয়া ইসলামিয়া বাইশগ্রাম মাদ্রাসায় আজ বৃহস্পতিবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রয়াত মো. আবদুল বারীর জীবন ও কর্ম নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। মন্ত্রী বলেন, সরকার দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান করছে। এখন দেশে ২০০-এর বেশি বিশ্ববিদ্যালয়, ১৫০-এর বেশি মেডিকেল কলেজ আছে। শিক্ষা দিয়েই সব অন্ধকার দূর করতে হবে।

শিক্ষার অগ্রগতি যত বেশি হবে, ততই দারিদ্র্য, কুসংস্কার কমবে


বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার দেশের সব জায়গায় উন্নয়ন করছে। একসময় মানুষ ভাত পায়নি, খাবারের সংকট ছিল। বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। যেখানে রাস্তা ছিল না, এখন সেখানে রাস্তা হয়েছে। যেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে এখন বিদ্যুতের আলো জ্বলছে। গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে। এসব সম্ভব হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে। তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন-অগ্রগতির স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply