শিক্ষা খবরশিক্ষা নিউজ

৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু ১৫ মার্চ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার ২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশন ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশন ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলবে৷

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল অধ্যক্ষ প্রধান শিক্ষককে উপযুক্ত বিষয়ে নির্দেশনা অনুযায়ী ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশন ফরম পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

আরো পড়ুন- ২০২১ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফরম পূরণ বিজ্ঞপ্তি

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ মার্চ থেকে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলবে।

রেজিষ্ট্রেশনের শর্ত অনুযায়ী জেএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার ১(খ) ধারা অনুযায়ী পরীক্ষা বছরের ১ জানুয়ারী পরীক্ষার্থীর নূন্যতম বয়স ১১+ এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ ১৭ বছর হতে হবে।

ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৬১ (১৯৬১ সনের ৩৩নং আইন)-এর ৩৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শিক্ষা মন্ত্রণালয়ের ২৩/০৪/১৯৯৭ তারিখের শিম/শাঃ১১/বিবিধ- ৩৯/৯৬/২৩০/(৬০০) নং স্মারকে জারিকৃত বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসা) স্থাপন, চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এবং মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা।অধিদপ্তর কর্তৃক পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযােগ পাবে।।

রেজিষ্ট্রেশন করার জন্য ঢাকা বাের্ডের ওয়েবসাইটে OEMS/eSIF বাটনে ক্লিক করে EIIN ও Password দিয়ে লগইন (Login) করলে Dashboard থেকে eSIF JSC-তে ক্লিক করলে Payable Fees of JSC 2021
Registration-এ Applicant name, Mobile no. এবং Number of Student দিয়ে Print
Sonali Seba-এ ক্লিক করে সােনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে (বিঃ দ্রঃ- ফরমটি কোনভাবেই ফটোকপি করে ব্যাংকে জমা দেয়া যাবে না);

ব্যাংকে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পরে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সােনালী সেবার স্লিপ বের করা যাবে। শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্নের পর তাদের তথ্যের পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট (হার্ড কপি) শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে

২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশন ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি সনদধারী হলে মূলসনদ অনুযায়ী পিতা ও মাতার নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি সনদধারী না হলে নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতা ও মাতার নাম এন্ট্রি করতে হবে।

শিক্ষার্থীর নামের পূর্বে Mr., Mrs., Miss, Sree, Sreemoti, Advocate, Hazi, Al-haz, Engr., Late, Major, Colonel, Brigadier, Dr. Prof. ইত্যাদি ধরনের পদবি এবং নামের শেষে MA, MCOM, MSC, BA, BCOM, BSC, BSS, BBS, FRCS, PHD, FCPS, FCA, Master ইত্যাদি ধরনের শিক্ষাগত যােগ্যতাসূচক শব্দ ব্যবহার করা যাবে না;

বিজ্ঞপ্তিতে আরো, বলা হয়েছে উপরােক্ত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা একারণে শিক্ষার্থীর কোনাে সমস্যা হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply