শিক্ষা খবরশিক্ষা নিউজ

কাল সব শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব শতবর্ষ উদযাপনের নির্দেশ

১৭ই মার্চ ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আয়ােজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ই মার্চ ২০২১ জাতির পিতা/বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসসমূহে নিম্নোক্ত কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মুজিব শতবর্ষ উপলক্ষে যেসব কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে

• ১৭ই মার্চ ২০২১ তারিখ সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান/অফিস ভবনে পতাকা বিধি অনুসারে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন।

• ১৭ই মার্চ ২০২১ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন (স্বাস্থ্য বিধি অনুসরণ করে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান/অফিস ভবনে সৌন্দর্যবর্ধন;

• সাজসজ্জা ও আলােকসজ্জার ব্যবস্থা; পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মহান স্বাধীনতার মূল্যবােধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, উদ্ধৃতি, জন্মশতবার্ষিকীর লেগাে সম্বলিত নান্দনিক ডপডাউন ব্যানার ভবনের সাথে সামঞ্জস্যপূর্ণ মাপ অনুযায়ী ব্যবহার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান/অফিস নিজস্ব ডিজাইনে পােস্টার তৈরি করতে পারে তবে পােস্টার, ব্যানার বা ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত অন্য কোন ব্যক্তির ছবি ব্যবহার না করা বাঞছনীয়। ওয়েবসাইটে (http://www.mujib100.gov.bd) জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে পােস্টারের টেমপ্লেট দেয়া আছে। প্রয়ােজনে শিক্ষা প্রতিষ্ঠান/অফিস উক্ত পােস্টার মুদ্রণ করে অথবা ড্রপডাউন ব্যানার হিসেবে প্রস্তুতপূর্বক ব্যবহার করতে পারবে এবং সেক্ষেত্রে পােস্টারের নীচে সৌজন্য হিসাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/অফিসের নাম ব্যবহার করা যাবে।

• মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান/অফিসসমূহের সংশ্লিষ্ট মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মােনাজাত ও প্রার্থনার আয়ােজন।

• ১৭ই মার্চ ২০২১ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্য বিভিন্ন অনুষ্ঠান আয়ােজন। যেমন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ, মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনলাইনে আলােচনা অনুষ্ঠান, অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ, অনলাইনে কুইজ ও কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্যে যেগুলো সুবিধাজনক সেগুলাে প্রতিষ্ঠান নিজ উদ্যোগে আয়ােজন করবে।

• গ্রুপ বিভাজন অনুযায়ী (ক গ্রুপ-ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি),(খ গ্রুপ-নবম ও দশম শ্রেণি), (গ গ্রুপ-একাদশ ও দ্বাদশ শ্রেণি) এবং (ঘ গ্রুপ- স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণি) শিক্ষার্থীরা ১০০ (একশত) শব্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কল্পনায় ধারণ করে পত্র লিখবে। পত্রে তারা জাতির পিতাকে জানাবে তাঁর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দৃপ্তপদে অগ্রসর হওয়া বাংলাদেশের কোন কেন অর্ডন কেন, কিভাবে তাদেরকে মুদ্ধ করেছে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে তারা দেশের জন্য কি কি অবদান রাখতে চায় সেটাও জানাবে। প্রতে্যক শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পর সুবিধাজনক সময়ে এ আয়ােজন করা যাবে। প্রত্যেক গ্রুপে শ্রেষ্ঠ তিনজন পত্রলেখককে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি গ্রুপের সেরা পত্রটি (১ টি) 17march2021@gmail.com ই-মেইলের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকায় প্রেরণ করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান/অফিসে এলইডি স্থাপিত আছে সেখানে স্বাধীনতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র প্রদর্শন।

উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ পত্র জারি করা হলাে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply