শিক্ষা খবরশিক্ষা নিউজ

সকল স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা গ্রহণে তথ্য দেয়ার নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন- ঢাকা মহানগরীর ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে তথ্য প্রেরণের নির্দেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদানের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তাই তাঁর (ঢাকা মহানগর ব্যতিত) প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য নিম্নলিখিত ছক অনুসারে Excel সিটে পুরণপূর্বক আগামী ২৩/১০/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই-মেইল ঠিকানায় প্রেরণ করবেন। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ আগামী ২৫/১০/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার ই-মেইল ঠিকানায় প্রেরণ করবেন।

সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাগণকে আগামী ২৭/১০/২০২১ তারিখের মধ্যে addshesecondary2@gmail.com ই-মেইল ঠিকানায় উক্ত Excel সিটে পুরণকৃত তথ্য প্রেরণ করার জন্য অনুরােধ করা হয়েছে। উল্লেখ্য, তথ্যগুলাে অবশ্যই ইংরেজিতে এবং সংযুক্ত Excel ফাইলে পূরণ করে প্রেরণ করতে হবে।

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন (ঢাকা মহানগর ব্যতিন) সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বহর বয়সী শিক্ষার্থীদের কোডিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে তথ্য প্রেরণের জন্য নির্দেশিকা

• প্রতিষ্ঠান হতে সংযুক্ত এক্সেল ফাইলে ১২-১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীলের তথ্য পুরণ করে প্রেরণ করতে হবে। একটি প্রতিষ্ঠান হতে কেবল একটি এক্সেল ফাইল প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ই-মেইলে প্রেরণ করবেন। শিক্ষার্থীদের হতে আলাদা কোন ই-মেইল প্রেরণ করার প্রয়ােজন নেই।

• উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপজেলা/থানার প্রতিষ্ঠান হতে প্রাপ্ত এক্সেল ফাইলসমুহ কম্পাইল করে একটি এক্সেল ফাইল সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাকে ই-মেইলে প্রেরণ করবেন।

• জেলা শিক্ষা কর্মকর্তা তার জেলার উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হতে প্রাপ্ত এক্সেল ফাইলসমূহ কম্পাইল করে একটি এক্সেল ফাইল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।

• সকল তথ্য ইংরেজীতে পুরণ করতে হবে।

• এক্সেল ফাইলের কলামসমূহ:

• “district” কলামে প্রতিষ্ঠানের জেলার নাম লিখতে হবে।

• “Upazila/Thana” কলামে প্রতিষ্ঠানের উপজেলা/হানার নাম লিখতে হবে।

• “birth_reg_no” কলামে শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। এক্সেল ফাইলের এই কলামটির ফরম্যাট “Tex” থাকতে হবে।

• “Student name” কলামে শিক্ষারখথার নাম লিখতে হবে।

• “gender (Male/Female)” কলামে শিক্ষার্থীর gender Male হলে “Male” আর Female হলে “Female” লিখতে হবে।

• “EIlN” কলামে প্রতিষ্ঠানের ৬ ডিজিটের EIN লিখতে হবে।

• “Institution_name” কলামে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।

• “dob (yyyy-mm-dd)” কলামে শিক্ষার্থীর জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ কলামের ফরম্যাট হচ্ছে

• “yyyy-mm-dd। উদাহরণ: জন্ম তারিখ ১৮ই জুন ২০০৫ হলে লিখতে হবে 2005-06-18

• “GUARDIAN’S MOBILE NUMBER” কলামে শিক্ষার্থীর অভিবাবকের মােবাইল নম্বর দিতে হবে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply