শিক্ষক নিবন্ধনশিক্ষা নিউজ

নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে আমরণ অনশনে যাচ্ছে ৩য় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। শনিবার (২০ মার্চ) ফোরামের সভাপতি শান্ত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন- চলতি মাসেই শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে

তিনি বলেন, ‘বহুল কাঙ্ক্ষিত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বহুবার স্মারকলিপি প্রদান, বিভিন্ন সময়ে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎসহ প্রতীকী অনশন পালন করা হয়। কিন্তু এনটিআরসিএ’র কর্মকর্তারা নিবন্ধনধারীদের দ্রুত সুখবর দেয়ার আশ্বাস দিয়েও এখন পর্যন্ত তারা কিছুই বলছেন না।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করেছিলাম ১৭ মার্চের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। কিন্তু এমন ঐতিহাসিক একটি দিন অতিবাহিত হয়ে গেল, তাও কোনো সুখবর পেলাম না। আর কোনো আশার বাণী নয়, ২৯ তারিখের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে ওই দিন থেকেই আমরণ অনশন শুরু হবে। যেখানে সারাদেশ থেকে প্রায় হাজার খানেক নিয়োগপ্রত্যাশী নিবন্ধনধারী অংশগ্রহণ করবেন বলে আশা করছি।’

‘এছাড়া এই অসহায় নিবন্ধনধারীদের আর কোনো পথ খোলা নেই, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এ কারণে আগামী ২৯ মার্চ এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান করে নিয়োগ প্রত্যাশীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।’

এদিকে চলতি মাসেই ৫৭ হাজার শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি মিলেছে। শূন্যপদের তথ্য সংশোধনের কাজ চলছে।

শনিবার (২০ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেন, ‘গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য কাজ চলছে। আমরা দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবো। গত বুধবার এই বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট দেয়ার জন্য টেলিটকের সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠান প্রধানরা আমাদের কাছে শূন্যপদের যে তথ্য পাঠিয়েছেন সেটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। হালনাগাদকৃত তথ্য পেলে সেগুলো আমরা নথিভুক্ত করব। ৫৭ হাজারের বেশি তথ্য নথিভুক্ত করতে সময়ের প্রয়োজন। তবে আমরা সবকিছুই দ্রুত করতে চাই। কাজ আমাদের শেষ পর্যায়ে আছে। আশা করছি চলতি মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। তবে সুনির্দিষ্ট তারিখ বলতে চাই না।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply