শিক্ষা নিউজ

রোজার ঈদের পরেই সব শিক্ষাপ্রতিষ্ঠা খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আসন্ন রোজার ঈদের পর দেশের স্কুল-কলেজ-মাদরাসা-বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ মার্চ) দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনার অতিমারির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্কুল-কলেজ ঠিক এখন না খুলে আসন্ন রোজার ঈদের পরেই সব শিক্ষাপ্রতিষ্ঠা খুলে দেওয়া হবে। ইতিমধ্যে স্কুল-কলেজ এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পুরোনো হলগুলো মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুযোগে এসব কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব কাজ চলতে থাকবে।

হাসিনা বলেন, ভ্যাকসিন দেয়া অব্যাহত থাকবে। তবে কেউ যাতে মাস্ক ছাড়া বাইরে না যায়। নিরাপদ দূরত্ব মেনে বসতে হবে। সভা-সেমিনার-কর্মশালা স্বাস্থ্যসুরক্ষা মেনে করতে হবে। যতদূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে। ঘরের মধ্যে করলে করোনার প্রাদুর্ভাব আরও বেশি দেখা দেয়।

সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য আবদুর রাজ্জাক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ প্রমুখ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “রোজার ঈদের পরেই সব শিক্ষাপ্রতিষ্ঠা খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • M Salim Ullah Enayet

    মাদ্রাসা গুলোও তো শিক্ষা প্রতিষ্ঠান নাকি ? সে গুলো খোলা। কোনো ক্যাজুয়ালটির খবর পাই না। সুবিধাভোগী শ্রেণীর ক্যাজুয়ালটির ভয় আছে। মাদ্রাসা শ্রেণীর হারাবার কিছু নেই।

    Reply

Leave a Reply