শিক্ষা খবরশিক্ষা নিউজ

সমাজ পরিবর্তনে আধুনিক শিক্ষা নিশ্চিত করতে হবে -শিক্ষামন্ত্রী

সমাজ পরিবর্তনে আধুনিক শিক্ষা নিশ্চিত করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কুদরাত ই খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। তার বাস্তবায়ন কিন্তু আমরা এখনাে করতে পারিনি। আমরা যে শিক্ষানীতি করেছি। সেটিরও ১০ বছরের বেশি হয়ে গেল। এরমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের নতুন করে আবারও এই বিষয়গুলাে পর্যালােচনা করার সময় এসে গেছে। আমরা সেটি করছি।

আজ বুধবার (৩১ মার্চ ২০২১) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়ােজিত স্বাধীনতার ৫০ বছর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাফল্য ও সংকট’ শীর্ষক আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেন, আমরা পুরাে পাঠক্রম নিয়ে নতুন করে ভাবছি। এখন আর শুধুমাত্র জ্ঞান নয়, জ্ঞানের সঙ্গে দক্ষতা, তারসঙ্গে সঠিক মানসিকতা, সবকিছুকেই আমাদের পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত।করতে হবে। আমরা সেই জন্যই সুনাগরিক, বিশ্বনাগরিক গড়বার জন্য কাজ করছি। কাজটি রাতারাতি নিশ্চয়ই হবে না। সময়।নেবে। তবে কাজের সুচনা হয়ে গেছে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই সুতােয় গাঁথা হবে আমাদের শিক্ষাক্রমকে। আমাদেরকে ইতিহাসের প্রতি বিশ্বস্ত থেকে শিক্ষার্থীদেরকে জ্ঞান, বিজ্ঞান ও মানবিকতায় সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন সােনার মানুষ হয়ে বঙ্গবন্ধুর সােনার বাংলা গড়তে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ধর্মীয় যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলাে রয়েছে সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও প্রয়ােজন রয়েছে। তারা যেন মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানের মতাে করেই শিখতে পারে। সুস্থ, স্বাভাবিক পরিবেশ যেন তারা যায়। তারাও যেন কর্মমুখী শিক্ষায় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। পর নির্ভরশীল যেন তারা না হয়। সেজন্যই আমাদের লক্ষ্য থাকতে হবে এক ও অভিন্ন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মাে. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি., মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাে. মাহবুব হােসেন, সম্মানিত আলােচক ছিলেন নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশিষ্ট সাংবাদিক ও লেখক স্বদেশ রায়।

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মাে. মশিউর রহমান বলেন, এমন একটি সমাজব্যবস্থা তৈরি করতে চাই যেখানে মৌলবাদ থাকবে না। সাম্প্রদায়িকতা থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা পরিবার যদি সেই র‍্যাশনাল সােসাইটি তৈরি করতে পারে তাহলেই বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হবে। আমাদের জাতি রাষ্ট্রের অস্তিত্ব যতােদিন থাকবে বঙ্গবন্ধুই হবেন প্রধান আদর্শ এবং আশ্রয়ন্থল। মানবিক, বিজ্ঞানভিত্তিক, যৌক্তিক সমাজব্যবস্থা বিনির্মাণে বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে ধারণ করেই আমরা আগামীর প্রজন্মকে তৈরি করবাে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply