শিক্ষা নিউজ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Bangladesh Road Transport Corporation Jobs Circular 2022

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Bangladesh Road Transport Corporation Jobs Circular 2022

বিআরটিসি’র নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্তসাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম ও পদসংখ্যা
১। কোষাধ্যক্ষ-০৭
২। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর-১৫
৩। জব সহকারী-১৬
৪। কারিগর-বি (সাধারণ)-১৫
৫। কারিগর-বি (ট্রেড)-১০
৬। কারিগর-সি (সাধারণ)-১৫
৭। কারিগর-সি (ট্রেড)-১২
৮। কারিগর-ডি (সাধারণ)-২০
৯। কারিগর-ডি (ট্রেড)-২৮

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Bangladesh Road Transport Corporation Jobs Circular 2022

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Bangladesh Road Transport Corporation Jobs Circular 2022

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না” ।

প্রথম SMS:BRTC <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example:BRTC ABCDEF
Reply: Applicant’s Name, Tk…… Will be charged as application fee. Your pin is 12345678. To pay fee
Type BRTC <space>yes <space> pin and send to 16222.
দ্বিতীয় SMS: BRTC <space> Yes <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BRTC yes 12345678
Reply: Congratulations Applicant’s Name, Payment Completed Successfully for…Application
for post Office Conductor-D (Counterman) User ID is (ABCDEF) and password (XXXXXXXXX).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://brtc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সাবক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তিতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্‌ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্নিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে। রোববার নিয়মিত ব্রিফে এ কথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও জানান, ঈদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা দেয়া হবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনায় মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় সাধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে সচেষ্ট রয়েছেন। প্রথমত সংক্রমণ থেকে সুরক্ষা, এরপর জীবিকা। জীবিকার জন্য আমাদের অনেকের জীবনকে আমরা বিপন্ন করে তুলেছি। সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এ কার্যক্রম সমন্বয় করবে।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply