রেজাল্টশিক্ষা নিউজ

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফলাফল 2024 প্রকাশ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের অধীন সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জন নিয়োগের লিখিত পরীক্ষা ফের স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২১ প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ১৬ দশমিক ৫২ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (বিজ্ঞপ্তির তারিখ: ২৭ এপ্রিল ২০২২; বিজ্ঞপ্তি নম্বর-১৬) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৪৬৮ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।প্রকাশিত ফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল করা হবে।

লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd] প্রকাশ করা হবে।

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) Senior Staff Nurse Recruitment Examination Results 2021 has been released. শুক্রবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ১০৯টি পদের বিপরীতে ১২ হাজার ৬৯০ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯৭ জন। এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে চূড়ান্ত বাছাইয়ের জন্য ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর।

http://bncdb.bnmc.gov.bd/merit-list/admission/result/

Official Website: http://www.bnmc.gov.bd/ Click Here to Apply: Apply Now http://bpsc.teletalk.com.bd/

এর আগে স্থগিত হওয়া এ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল সোমবার (৩ মে)। একদিনের মাথায় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনরায় তা স্থগিতের তথ্য জানাল পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে সরকার ঘোষিত লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগ। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) ৯ মের অনুষ্ঠিত পরীক্ষা কমিশন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তীতে ওই পদের পরীক্ষার তারিখ ও সময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জনকে নিয়োগের কথা বলা হয়েছিল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply