শিক্ষা নিউজ

চলমান লকডাউন ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলাচল ও মানুষের কার্যক্রমে চলমান লকডাউন / বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (৩০ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ থাকার কথা ছিল। তা ৬ জুন পর্যন্ত বাড়ানো হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ৩০ জুন মধ্যরাত থেকে আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

বিধিনিষেধের প্রথম দিকে দিন দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও গত এক সপ্তাহ ধরে অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে।

হোটেল ও খাবারের দোকানে আসনসংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাচ্ছে। ফলে, এখন হোটেলে ধারণক্ষমতার অর্ধেক গ্রাহক বসে খেতে পারছেন। ঈদের আগে লকডাউনের মধ্যে দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়। খোলা আছে ব্যাংকও। এ ছাড়া জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলোও খোলা রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও বাড়ানো হয়। কয়েক দফা বাড়িয়ে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়, যা এখন আবারও ৬ জুন পর্যন্ত বাড়ানো হলো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply