শিক্ষা খবরশিক্ষা নিউজ

অর্ধলক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা গ্রহণ সম্পন্ন হয়েছে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১,০২,৬২০ (এক লক্ষ দুই হাজার ছয়শত বিশ) জন আবাসিক ছাত্র-ছাত্রীর ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তন্মধ্যে ৪৭,৯৮৪ (সাতচল্লিশ হাজার নয়শত চৌরাশি) জন ছাত্র-ছাত্রী ১ম ডােজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থী এবং ৩০ বৎসরের নীচে শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১.০৫.২০২১ তারিখ সোমবার বিকেল ৩:০০ ঘটিকায় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি. এর সভাপতিত্বে দেশের বিশ্ববিদ্যালসমূহের শিক্ষা কার্যক্রম সচল রাখা ও খুলে দেয়ার বিষয়ে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মােতাবেক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তি তে দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ এর টিকা প্রদানের আওতায় নিয়ে আসা হবে।

এই টিকা প্রদানের কর্মসূচী আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে হয়েছে।  বর্ণিত সিদ্ধান্ত মােতাবেক ইতােমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১,০২,৬২০ (এক লক্ষ দুই হাজার ছয়শত বিশ) জন আবাসিক ছাত্র-ছাত্রীর ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তন্মধ্যে ৪৭,৯৮৪ (সাতচল্লিশ হাজার নয়শত চৌরাশি) জন ছাত্র-ছাত্রী ১ম ডােজ ভ্যাকসিন গ্রহণ করেছেন মর্মে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম সচল রাখা এবং খুলে দেয়ার স্বার্থে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের অবশিষ্ট সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-কর্মচারীদের-কে জরুরিভিত্তি তে ভ্যাকসিন প্রদান করা একান্ত প্রয়ােজন।

এমতাবস্থায়, সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবশিষ্ট সকল ছাত্র-ছাত্রী এবং ৩০ বৎসরের নীচে শিক্ষক- কর্মচারীদের তালিকা জরুরিভিত্তি তে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply