শিক্ষা খবরশিক্ষা নিউজ

ফুলের নাম বাংলা ও ইংরেজী

ফুলের নাম বাংলা ও ইংরেজী নিম্নে দেয়া হলো। 

Rose – গোলাপ (Golap)
Lily – পদ্ম (Poddo)
Sunflower – সূর্যমুখী (Surjomukhi)
Jasmine – বেলা (Bela)
Orchid – অর্কিড (Orkid)
Tulip – টিউলিপ (Tulip)
Marigold – গাঁদারজ্বালা (Gandarajjala)
Daffodil – নরগিস (Nargis)
Lotus – পদ্ম (Padma)
Daisy – গেরবান্তী (Gerbera)
Carnation – ডিমুড়ো (Dimuro)
Hyacinth – জলকুমুদ (Jolkumud)
Chrysanthemum – চন্দ্রমল্লিকা (Chandramallika)
Iris – আইরিস (Iris)
Geranium – জেরানিয়াম (Jeranium)
Poppy – পোস্তা (Posta)
Peony – পিয়ানি (Piyani)
Lavender – লেভেন্ডার (Lavender)
Bluebell – নীলকণ্ঠ (Nilkantho)
Hollyhock – ফুলের পালক (Phuler Palok)
Cosmos – কসমোস (Cosmos)
Zinnia – জিনিয়া (Jinia)
Magnolia – ম্যাগনোলিয়া (Magnolia)
Pansy – ভিয়োলেট (Violet)
Aster – এস্টার (Ester)
Camellia – কেমেলিয়া (Camellia)
Holly – হল্লি (Holly)
Primrose – প্রিমরোজ (Primroz)
Dandelion – পুতুলহারা (Putulhara)

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, পরীক্ষায় পাসে জিপিএ বেশি পাওয়ার চাপ থাকবে না। শিক্ষার্থীদের যার যে ধরনের প্রতিভা রয়েছে সেটি বিকশিত করতে এক ধরনের পরিবেশ তৈরি করে দেয়া হবে। জিপিএ বেশি পাওয়ার প্রবণতা থেকে সবাইকে বের করে আনা হবে। সে জন্য নতুন ধরনের পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে।’

শনিবার (৭ আগষ্ট) শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ‘কলম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

ইরাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইরাবের সভাপতি সাব্বির নেওয়াজ, সহ-সভাপতি নিজামুল হক প্রমুখ।

আরো পড়ুন- সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আভাস দিলেন শিক্ষা উপমন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা কি শিখল সেটি বড় বিষয় হচ্ছে না। কে কত জিপিএ পেয়েছে সেটি নিয়ে সবার উৎসাহ তৈরি হয়েছে। এই অসম প্রতিযোগিতা থেকে আমাদের শিক্ষার্থীদের বের করে আনা হচ্ছে। শিক্ষার্থীদের শেখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ তৈরি করা হবে। তার মাধ্যমে যার মধ্যে যে ধরনের প্রতিভা রয়েছে সেটি বিকশিত করা হবে। এ জন্য উপযুক্ত কারিকুলাম তৈরি করা হচ্ছে।’

দীপু মনি আরো বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শিখছে কিন্তু সে নিজে বলতে পারছে না। তার কারণ আমাদের কিছু ঘাটতি রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধান করা হচ্ছে। আগে ক্লাস শিক্ষকরা নিয়োগের তিন থেকে চার বছর পর বুনিয়াদি প্রশিক্ষণের সুযোগ পেত। বর্তমানে সেটি পরিবর্তন করা হচ্ছে। কোনো শিক্ষক প্রশিক্ষণবিহীন অবস্থায় পাঠদানের জন্য ক্লাসে যাবেন না, সেটি নিশ্চিত করা হচ্ছে।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply