শিক্ষা খবরশিক্ষা নিউজ

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। তবুও কেউ বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রকে টিকাকেন্দ্র হিসেবে ব্যবহার করে তাদের টিকার আওতায় আনা হবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

আরো পড়ুন- স্কুল-কলেজে করোনা সংক্রমণের ঝুঁকি নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আরও বলেন, স্কুল-কলেজে এখনও পর্যন্ত সংক্রমণের কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত যে অবস্থা তাতে নতুন করে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মন্ত্রী বলেন, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবশে ঠিক রাখতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসে আসছে। তবে আপাতত খোলা শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের কোনো সম্ভাবনা না দেখলেও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন মন্ত্রী।

আরো পড়ুন- ২৭ সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়

এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়,করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২৭ সেপ্টেম্বরের পর থেকে খুলতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

জানা গেছে, ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসিক হল খুলে দিতে পারবে। তবে সেক্ষেত্রে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের টিকার একটি ডোজ নেওয়া হয়েছে এবং যাদের ক্যাম্পাসের মধ্যে সুযোগ আছে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করে টিকা কার্যক্রম শুরু করতে হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের জন্ম নিবন্ধন নম্বর ইউজিসিতে পাঠাতে হবে। সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করে টিকার জন্য সেসব শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply