শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে

শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে। এ লক্ষ্যে ২৩-২৯ অক্টোবর ২০২১ সময়কালীন শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২১ সময়কালীন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপণ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। তদনুযায়ী ৫ম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থী ছাড়া অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন করে অনুষ্ঠিত হচ্ছে।

সেই মােতাবেক গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটিতে ২৩-২৯ অক্টোবর ২০২১ সময় কালীন শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২১ সময়কালীন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ যে, শিক্ষার্থীসহ ১২-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত (পথশিশু, কর্মজীবি শিশু, বিদ্যালয় হতে ঝড়ে পড়া শিক্ষার্থী) সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডােজ কৃমি নাশক ঔসধ (মাবেন্ডাজল -৫০০মি.গ্রা.) সেবন করানাে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কৃমি নাশক ঔষধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে।

উপরে উল্লেখিত সময়কালীন সময়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্যক্রমসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে সহযােগিতা প্রদান করার জন্য নির্দেশ করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply