শিক্ষা নিউজ

টিকা নিতে আসা শিক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

রাজধানী ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিন সোমবার (১ নভেম্বর) বেশি সময় নষ্ট হয়েছে স্কুল ড্রেসের কারণে। অপরদিকে টিকা নেওয়ার পর রেস্টে না থেকেই শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি ও আনন্দে মেতে ওঠে।

এসব কারণে টিকা নিতে আসা শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) শাহেদুল খবির চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিকা নিতে আসা শিক্ষার্থীদের অপেক্ষাকৃত ঢিলা হাতার স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে আসতে হবে। ছেলেরা হাফ হাতা শার্ট পরে আসবে। এতে টিাকা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।’

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছি, ঢিলা জামা পরে আসবে মেয়েরা। এছাড়া ছেলেরা হাফ হাতা শার্ট পরে আসবে। স্কুল ড্রেস পরেই আসতে বলা হয়েছে। কারণ, কোন স্কুলের শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে, তা ড্রেসে নির্ধারণ করা যাবে। নির্ধারিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে নির্ধারিত কেন্দ্রে টিকা দিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অধ্যক্ষ ড. শাহান আরা বেগম আরও বলেন, ‘শিক্ষার্থীদের বাসা থেকে পেট ভরে খেয়ে আসতে বলা হয়েছে। যাতে কেউ দুর্বলতা অনুভব না করে। টিকা নেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিতে হবে।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply