শিক্ষা নিউজ

আন্তর্জাতিকঃ জাতিসংঘ ও বাংলাদেশ সম্পর্কে জানুন

আন্তর্জাতিকঃ জাতিসংঘ ও  বাংলাদেশ সম্পর্কে জানুন

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?

— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?

— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?

— ১ জানুয়ারি, ১৯৪২।

৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?

— মহাসচিব।

৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

— নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।

৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়-

— জেনেভা,সুইজারল্যান্ড।

৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র।

৮. জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি-

— ডব্লিউ হ্যারিসন।

৯. জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?

— ২৬জুন, ১৯৪৫ সালে।

১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে?

— ২৪ অক্টোবর, ১৯৪৫।

১১. জাতিসংঘের সনদের রচয়িতা-

— আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

১২. প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়-

— ২৪শে অক্টোবর।

১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?

— সাধারণ পরিষদের।

১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে

— সভাপতি।

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?

— লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?

— ১ বছরের জন্য।

১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়-

— সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?

— ১৫টি।

১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র?

— ৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়?

— ২বার।

২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?

— ২বছরের জন্য।

২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?

— ১ মাসের জন্য।

২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়?

— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?

— বছরে দু’বার একমাসব্যাপী।

২৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?

— ৩ বছরের জন্য।

২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি?

— ৫৪টি।

২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়?

— ১৮টি।

২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়?

— ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত— ১৫ জন।

৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল?

— ৯ বছর।

৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?

— ৬টা

(ইংরেজি, আরবি,ফরাসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।

৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়?

— সাধারণ পরিষদে।

৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর করে?

— ৫১টি দেশ।

৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন?

— ট্রাইগভে লাই (নরওয়ে, ১৯৪৬-১৯৫২)।

৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন?

— ইংরেজি অথবা ফরাসি।

৩৬. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?

— দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

৩৭. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি?

— মোনাকো (১.৯৫ বর্গ কি.মি.)।

৩৮. জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি?— ট্রুভ্যালু।

৩৯. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়?

— পোল্যান্ড।

৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

— টোকিও (জাপান)।

৪১. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?

— মহাসচিব।

৪২. অছি পরিষদ কার অধীনে কাজ করে?

— সাধারণ পরিষদের।

৪৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?

— দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

৪৪. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত?

— ১৭ একর।

৪৫. জাতিসংঘের আয়ের মূল উৎস কী?

— সদস্য দেশসমূহের চাঁদা।

৪৬. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন?

— নিরাপত্তা পরিষদের।

৪৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে?

— কফি আনান (ঘানা, ৭ম)।

৪৮. উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন?

— মিয়ানমার।

৪৯. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত?

— নিজস্ব বাজেটের ০.০১% অংশ।

৫০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?

— ২৯তম।

বাংলাদেশ ও জাতিসংঘের এক গভীর সম্পর্ক রয়েছে।

১. বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?উত্তরঃ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে [১৩৬ তম দেশ হিসেবে, ২৯ তম অধিবেশনে]।

২. জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত?উত্তরঃ ০.০১ শতাংশ।

৩. শেখ মুজিবর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেয় কবে?উত্তরঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।

৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে কবে?উত্তরঃ ১৯৮৮ সালে [ইরাক-ইরান মিশনে]।

৫. জাতিসংঘের মোট কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেন?উত্তরঃ ৫ জন [১. কুর্ট ওয়াল্ড হেইম (১৯৭৩), ২. পেরেজ দ্য কুয়েলার (১৯৮৯), ৩. কফি আনান (২০০১), ৪. বান কি মুন (২০০৮, ২০১১), এন্তিনিও গুতেরেস (২০১৮)]।

৬. বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদ (স্বস্তি পরিষদ) এর অস্থায়ী সদস্যপদ লাভ করে?উত্তরঃ ২ বার [ ১. ১৯৭৯-১৯৮০ সালে, ২. ২০০০-২০০১ সালে]।

৭. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?উত্তরঃ হুমায়ূন রশীদ চৌধুরী [৪১তম অধিবেশন, ১৯৮৬ সালে]।

৮. জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে?উত্তরঃ আনোয়ারুল করিম চৌধুরী [২০০১ সালে]।

৯. জাতিসংঘে বাংলাদেশের ১ম স্থায়ী প্রতিনিধি কে?উত্তরঃ ড. এ. কে. এম আব্দুল মোমেন।

১০. জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশী?উত্তরঃ আমিরা হক।

১১. বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে?উত্তরঃ মাসুদ বিন মোমেন

১২. ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংঘঠিত হয়, তৎকালিন জাতিসংঘ মহাসচিব উথান্ট এই গণহত্যাকে নিন্দা করে একে ‘মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায়’ বলে অভিহিত করেছিলেন। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রথম জাতিসংঘে বাংলাদেশের মানুষের বক্তব্য বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে উপস্থাপিত হয়।

১৩. ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম জাতিসংঘ মহাসচিব হিসেবে কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন।১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়। কিন্তু নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পর পর দু’বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।

১৪. বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। যোগদানের এক সপ্তাহ পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

১৫. জাতিসংঘে সদস্যপদ লাভের এক বছরের মধ্যে ১৯৭৫ সালে বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দু’বার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সদস্য হিসেবে কাজ করে।

১৬. জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধূরী ১৯৮৬-৮৭ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ ২ বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

১৮. বাংলাদেশ ২০০০ সালের মার্চ মাসে এবং ২০০১ সালের জুন মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৮৫ সালে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়ে ১৯৮৩-২০০০ মেয়াদে এবং ২০০৬-২০০৮ মেয়াদে কাজ করে।

১৯. ১৯৮৮ সালে ইরাক-ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীর ১৫ জন সদস্য জাতিসংঘের পতাকাতলে একত্রিত হয়। ১৯৯০-৯১ সালে প্রথম আরব উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনীতে বাংলাদেশের ২১৯৩ জন সেনা সদস্য অংশগ্রহণ করে। সেটিই ছিল জাতিসংঘের বাইরে কোনো একক দেশের নেতৃত্বে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।

২০. শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়া সৈন্যদের প্রশিক্ষণে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট ট্রেইনিং’ (বিপসট) প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী শান্তি মিশনে যোগ দেয় ১৯৯৩ সালে। বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সালে জাতিসংঘ পরিবারের সদস্য হয় নামিবিয়া মিশনের মাধ্যমে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply