শিক্ষা খবরশিক্ষা নিউজ

বাংলাদেশ মেরিন একাডেমি চট্রগ্রাম মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

বাংলাদেশ মেরিন একাডেমি চট্রগ্রাম মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২ Bangladesh Marine Academy Chittagong Viva Exam Schedule 2022 নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এর ‘ইঞ্জিনিয়ারিং মেকানিক [উপসহকারী প্রকৌশলী] [১০ম গ্রেড] পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এর ‘ইঞ্জিনিয়ারিং মেকানিক [উপসহকারী প্রকৌশলী]’ [১০ম গ্রেড] এর ০১ টি স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য ০৯.১২.২০১৯ তারিখে অনলাইনে বিজ্ঞপ্তির ক্রমিক নং- ১২৬ জারি করা হয়। উক্ত পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে BPSC Form-5A [Applicant’s Copy] জমাদানকারী সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মেরিন একাডেমি চট্রগ্রাম মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

বাংলাদেশ মেরিন একাডেমি চট্রগ্রাম মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২ বাংলাদেশ মেরিন একাডেমি চট্রগ্রাম মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়লে সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইনে চালু রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি সংক্রমণ নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, অবস্থা এমন হয় যে ক্লাস চালু রাখা সম্ভব হচ্ছে না তাহলে সেক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে।

শিক্ষামন্ত্রী জানান, করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চলতি সপ্তাহেই করোনা–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তারা।

তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওমিক্রনে আক্রান্ত হলেও বর্তমানে তারা আইসোলেশনে রয়েছে। কেউই গুরুতর অসুস্থ হয়নি বলে আমরা খোঁজ-খবর নিয়েছি। আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সে কারণে এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ রাখা হচ্ছে না।

দীপু মনি আরও বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত ৮৫ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনেশনের আওতায় এসেছে। আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মনিটরিং করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-একদিনের মধ্যে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করা হবে।

এ সময় তিনি জানান কলেজে অধ্যক্ষ নিয়োগে বিশেষ পুল গঠনে জেলা প্রশাসকদের অন্তর্ভুক্তির কাজ চলছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে পরামর্শ দেয়াসহ নানা বিষয়ে ডিসিদের সম্পৃক্ত করার কথা বলেন মন্ত্রী।

উল্লেখ্য,দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন, আর মারা গেছেন ১০ জন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ।

দেশে হু হু করে বাড়ায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জারি করা হয়েছে বিধিনিষেধ। তবে শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ করার কথা ভাবছে না সরকার। যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply