শিক্ষা নিউজ

প্রাইমারি শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

প্রাইমারি শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা ও শুভ কামনা।

২য় ধাপের পরীক্ষা দিয়ে যতটুকু ধারণা পেলাম তার উপর কিছু পরামর্শঃ

১। পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

২। রঙ্গিন প্রবেশপত্র এবং এনআইডি কার্ড  ছাড়া আর কিছু সাথে আনবেন না। মানিব্যাগ এবং হাত ঘড়িও না। আমার আইডি চেক করে নি অনেক জায়গা আইডি ছাড়া ঢুকতে দেয় নি।

৩। পরীক্ষার শুরুর ২০ মিনিট পূর্বে OMR Sheet দিবে তাতে ধীরে সুস্থে নাম, বাবা মায়ের নাম বাংলায় এবং ইংরেজিতে বড় হাতের অক্ষরে জায়গামতো লিখবেন।

৪।একদম উপরে সালের কলাম আছে সেখানে মনে করে সাল লিখবেন ২০২০।

৩। নিজের জেলার নাম এবং এডমিট কার্ডের স্বাক্ষর অনুযায়ী স্বাক্ষর দিতে হবে এবং তারিখ লিখবেন।

৪। বামপাশে উপরে এবং নিচে রোল নং সঠিক ভাবে লিখে নিচে রোলে এর বৃত্ত ভরাট করবেন।

৫। রোল ঠিকমত লিখে নিচের বৃত্তের ভেতর আগে ছোট ডট দিয়ে চিহ্ন করে নিবেন। তাতে অন্য ঘর ভরাট করার রিস্ক থাকবে না।

৫। জেন্ডার এর কলামে ১টি বৃত্ত ভরাট করবেন মনে করে।

৬। এডমিট কার্ডে যে সেট এর নাম আছে তার বৃত্ত ভরাট করবেন। (পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা ইত্যাদি যার যা থাকবে।) প্রশ্নের সেট কোড বা প্রবেশ পত্রের সেট কোড বৃত্ত ভরাটের উপরে লিখবেন না।

তারপরঃ

OMR Sheet এ বাংলায় ৩টি এবং ইংরেজিতে ২টি বাক্য লিখতে হবে। নিচে উল্লেখিত বাক্য বা তার মত অন্য বাক্য লিখতে পারবেন। সবাই এগুলো না লিখে পরিবর্তন করেই লিখবেন।

বাংলায় ৩টি বাক্যঃ

১.বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।

২.বাংলাদেশের রাজধানী ঢাকা।

৩.বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ।

ইংরেজিতে ২টিঃ

1.Bangladesh is a small and beautiful country in South Asia.

2.The national language of Bangladesh is Bengali.

৭। তারপর নির্দিষ্ট সময়ে প্রশ্ন হাতে পাওয়ার পর মাথা ঠান্ডা রেখে  ১০০% কমন গুলো আগে বৃত্ত ভরাট করবেন। সব প্রশ্ন আগে একবার পড়তে যাবেন না তাতে সময় নষ্ট হবে।

৮। তারপর ৯০% উত্তরগুলো দিবেন। ৫০% শিউর উত্তর দেয়ার দরকার নেই। বাকিটা অবস্থা অনুযায়ী বিবেচনা করবেন। যথেষ্ট সময় পাওয়া যায় তাই তাড়াহুড়া করে কাটাকাটি করবেন না এবং জেনে ভুল করবেন না।

সকল পরিশ্রমী ও মেধাবীদের জন্য দোয়া ও শুভ কামনা রইল। সবার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। লিখায় ভুলত্রুটি মার্জনীয়।

মোঃ শওকত আজিজ শুভ , ২য় ধাপের পরীক্ষার্থী, নাটোর জেলা।

Read more Old news শতভাগ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির চেষ্টা। কেবল বিদ্যালয়ে দেড় শ’ টাকা উপবৃত্তি দিয়ে তাদের ধরে রাখা সম্ভব হচ্ছে না। দরিদ্র শিক্ষার্থীদের সন্তোষজনক আর্থিক সহায়তা দিলে হয়ত তাদের বিদ্যালয়ে ধরে রাখা সম্ভব হবে। তবে বক্তাগণ বলেন, প্রাথমিক শিক্ষা আগের পর্যায়ে নেই। এখন শিক্ষা কার্যক্রমে সৃজনশীলতা এসেছে। ক্লাসে আনন্দের পরিবেশ বেড়েছে। শ্রেণী কক্ষগুলো শিক্ষণীয় বাণী ও চিত্রকলা দিয়ে সুসজ্জিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ সামগ্রিক হালচাল নিয়ে কিশোরগঞ্জে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) পর্যালোচনা সভা করেছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ডিপিএফ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে গত বুধবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে পর্যালোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ছাড়াও আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

 

জ্ঞান জগতের পরিধি বাড়ছে। প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে। এর সঙ্গে খাপ খাওয়াতে হবে। তবে শিক্ষকদের সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে আরও প্রশিক্ষণ দরকার। প্রাইমারি শিক্ষকরা নিজ বাড়িতে থেকে শিক্ষকতা করতে পারছেন। এতে তাদের অনেক পারিবারিক ও আর্থিক সুবিধা হচ্ছে। তাদের গ্রেডও উন্নত করা হয়েছে। ফলে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। নিজের কাজের নিজেই তদারকি করে শুদ্ধাচার চর্চা করতে হবে বলে সভায় তাগিদ দেয়া হয়। এখন সরকার শিক্ষা উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নসহ বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যবই প্রদানসহ একটি স্তর পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ও উপবৃত্তির ব্যবস্থা করেছে। কোচিং বন্ধ করতে হলে শ্রেণীকক্ষে শিক্ষার মান বাড়াতে হবে বলেও বক্তাগণ মন্তব্য করেছেন।

Trying to enroll 100% of children in primary school. It is not possible to keep them with only a stipend of Rs. It may be possible to keep poor students in school if they are given satisfactory financial support. However, the speakers said, primary education is not at the previous stage. Now comes creativity in educational activities. The atmosphere of joy in the class has increased. The classrooms are furnished with instructive sayings and paintings.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply